এতো আলো আকাশে করিতেছে খেলা
আজ তারা আর নক্ষত্র,
গোলক পৃথিবীটার মাঝে অন্ধকার খুঁজে পাওয়া
ঘুমের রাজ্য,
অচল পয়সার আর লন্ঠনের আলো,
জুনাকিরা চলে গেছে সুদুর ঐ পারস্য,
অদ্ভুত ভুতের দেহ হিমশীতল বরফের মতো
রক্ত চুষা বাদুরের মতো লাল চুক্ষ,
কালের বির্বতনে পৃথিবীর বুকে অন্ধরা আজ দেখিতেছে
অন্ধের হাতে শাষন রত্ন।
যারা চলে গেছে আবুবকর,ওমর,আলী আর উসমান
তারপর ও ছিলো আকবর,শাহাজান,সিরাজুদৌলা
আর গান্ধীর মতো নেতা মহান,
নক্ষত্র আর চাঁদ ছিলো তাদের সম্মুখে ম্লান,কালক্রমে-
অদ্ভুত এক রাত এসেছে এখন-
ঝিঁঝিঁ পোকার গান কান্নার আওয়াজ
আর বাতাসে বারুদের ঘ্রাণ,
পৃথিবী ঘুরে নাকি মানুষ পৃথিবীর চারিদিকে ঘুরে,
ফিরে আসে-
ঘুরে ফিরে কাক ডিম ছাড়ার সময় কুকিলের নীড়ে,
অন্ধরা আজ বড় বেশি দেখে-
যাদের অন্তরে প্রেম নেই,ভালোবাসা নেই-
শোষণ মেশিনের সুঁচে রক্তের ছিট-ফোট আছে লেগে কিংবা ওদের দাঁতে,
পৃথিবী অচল আজ- তাদের অপকর্মে।