আমাদের ক্যাম্পাসের চেনাচেনা মুখ । প্রতিটি সন্ধ্যে ....। লেডিস হলের সান্ধ্যআইন । গান গেয়ে গেয়ে প্রেমিকের হলে ফেরা । আর সেই সব হা ভাতেদের দল ।যারা ছাত্রীহলের সামনে মেয়ে পছন্দ করতে করতেই পার করে দেয় ভার্সিটি জীবন ।
মনে পড়ছে আল্লামা ভাইয়ের শীস্ । পল্টুর শ্লোগান । আকবরের সেই ১০০১ প্রেম কবিতা । নায়িকা টুমপা রাণী দাস । সিঁদুর টিপে এখন তুমি অন্যকারো......।
হলের সি ব্লগ । আই পি বারান্দায় গানের জলসা ।শহীদ মিনার থেকে কথপকথন ছাত্রী হলের বাসিন্দাদের প্রতি । শিপলু ভাইয়ের প্রেম ,পিয়াল.... জুয়েল, মুকিত , ফুয়াদ ।
সকালের ক্লাস ধরতে না পারার যন্ত্রনা । স্যারদের বকুনি ।শরীফা ইয়াসমিন ম্যাডাম কে নিয়ে প্রতিদিনকার ১০০ টাকার বাজি । জাওয়াদ এর গান লেখা । সুন্দরী ক্যাসেট এর গান । আর আমাদের সেই পরিচিত গান.....অপেক্ষায় ছিলাম , অপেক্ষায় আছি ,প্রতিক্ষায় থেকো, আমারই মতো ।
.....মনে পড়ে আনন্দের এ্যাকসিডেন্ট । জাফলং এ পানিতে ডুবে ফয়সলের মৃত্যু । আর সম্ভু কাকার বাড়ি । ক্যাম্পাসের অদুরে চা বাগান শ্রমিকের ঘর , যেখানে সবাই যেতাম লুকিয়ে । শাবি ক্যাম্পাসে শম্ভু কাকাকে সম্বর্ধনা দেয়ার দিন ।নোঙরের প্রাকটিস ।
.....শাকসু র আড্ডা । দুপুরের রোদ । বিকেলের সূর্য ।এক কিলো পায়ে হাঁটা পথ । ।ঐ যে আকাশ । হাত বাড়ালেই ....
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:৩৪