খুব আফসোস হয় ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ, বুদ্ধিজীবী, কন্ঠযোদ্ধা- তাঁদের সবার জন্য। দেশের প্রেমে উজ্জীবিত হয়ে তাঁরা দেশের জন্য জীবন দিতেও কুন্ঠাবোধ করেননি। অথচ আজ এই দেশের ১৬কোটি জনগণের মধ্য থেকে ১জনকেও খুঁজে পাওয়া যায় না, যারা তাঁদের জন্য দু'রাকাত নফল নামাজ পড়ে দু'আ করবেন যাতে তাঁদের এই আত্মত্যাগ বিধাতা কবুল করে নেন, তাঁদের জান্নাতবাসী করেন।
কিন্তু এই ১৬কোটি জনগণের অধিকাংশকেই পাওয়া যাবে, তাঁদের আত্মত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বিশাল গান বাজনার আয়োজন করে, মেলা বসিয়ে আনন্দ উল্লাস করতে। আর এটাই এখন সভ্য সমাজের কাছে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হিসেবে বিবেচিত। এসব শ্রদ্ধার কি কোন মূল্য আছে, যে শ্রদ্ধা মৃত ব্যক্তির কবর অব্দি পৌঁছাবেনা? তাঁদের আমলনামা বাড়াবেনা??