** কিছু বাস্তবতা হয় খুবই নোংরা। তার প্রকাশপ্রাপ্তি
আমাদের কাছে কখনোই সন্তোষজনক নয়। তার পরো
যদি তার প্রকাশ ঘটে, সে ক্ষেত্রে আমাদের উচিত
তাকে যথেষ্ট সাহসীকতার সাথে মোকাবেলা করা।
মোকাবেলা করা মানে এই না যে, সব সময় সাথে
সাথেই খারাপের মুখের উপর প্রতিবাদ করতে হবে, ।
** অনেক সময় কিছু খারাপ ঘটনা কে, মানুষের অপমান
করে যোগ্যতার দিকে আংগুল তুলে বলা কথা গুলো কে
নীরবে চুপচাপ হজম করে যেতে হয়,
নিজেকে দুর্বল প্রমাণ করার জন্য না,
হজম করতে হয় উপযুক্ত সময়ের জন্য,
যে সময়ে মুখের উপর
সঠিক এবং ধারালো একটা জবাব দেয়া যাবে,
যে
জবাবের বিকল্প আর কিছু হয় না। সেই জবাব যে
সবসময় মুখেই দিতে হবে, এমন কোন কথা নেই। কাজেও
দেয়া যায়।
**কেউ যদি বলে, "You are good for nothing. you are
unqualified. you are our burden.",
তাহলে মনে রাখতে
হবে, তারা কেউ ভুল বলছে না। কথাগুলো ১০০ভাগ
সত্যি।
**একটা মানুষ কি কি অপকর্ম করে, তা কিন্তু সে ছাড়া
আর কেউই ভালো জানবেনা। বুঝা গেলোনা,তাই
না???
** একদলা কাদা মাটিকে আমরা যে ছাঁচে গড়ে তুলবো,
সে কিন্ত তেমনই রুপ পাবে।
আমাদের গড়ে তোলার কারিগর যারা, তারা যদি
বলে "we are good for nothing, or we are unqualified", তার
মানে হল, আমরা অযোগ্য না; বরং তারাই কারিগর
হিসেবে অদক্ষ।
আমি আবারো বলছি- "তারাই কারিগর হিসেবে অদক্ষ।"
তাদের যোগ্যতার ভান্ডার টা খালি
তো, তাই তারা বাজেও বেশি।
** আমরা সঠিক ভাবে
গড়ে না উঠলে এটা আমাদের লজ্জা না, এটা তাদের
লজ্জা।কারণ তারা আমাদের গড়ে দিতে পারেনি।
আমি আবারো বলছি, "এটা তাদের লজ্জা। কারণ তারা আমাদের গড়ে দিতে পারেনি।"
** আর এই কথা তারা নিজেরাও খুব ভালো করে জানে।আর জানে
বলেই তারা আমাদের সামনে আগাতে দিতে ভয়
পায়,
যদি আমাদের ভুল/অন্যায়/অপকর্মের কারণে
তাদের হাড়ি হাটে ফেটে যায়!!!!!!
** সুতরাং, "আমার আমিটাকে" তৈরি করার দায়িত্বটা
কি অন্য কারো হাতে দিব?? নাকি নিজের কারিগর
নিজেই হব????
সিদ্ধান্ত যার যার ব্যক্তিগত।
** এই নোংরা বাস্তবতা গুলো আমাদের প্রতিটা মানুষ
কেই অনেক আঘাত দেয়। এই আঘাতে যদি মনোবল
হারাই, তবে পংগু হয়ে যাবো। চিরকালই সবার জন্য
"Burden" হয়ে রব।
আবার যদি ভুলে যাই, তবে "গা ছাড়া" একটা ভাব চলে
আসবে।
** সামনে আগানোর জন্য প্রতি টা মানুষেরই একটা
ধাক্কার প্রয়োজন। মনে রাখতে হবে এই আঘাত গুলো
হলো "সামনে আগানোর সেই ধাক্কা।"
যাকে চিরকাল
মনের মণিকোঠায় বন্দি করে রাখা উচিত, সামনে
এগিয়ে যাওয়ার জন্য, উপযুক্ত সময়ে উপযুক্ত জবাবের
জন্য।
** তবে হ্যাঁ, এটা মাথায় রেখে আগাতে হবে, "লড়াইটা আমার একার। কারণ হারলে একাই ভুগবো। কেউ পাশে থাকবেনা। তাই জিতলে একাই লড়ে জিতবো।"