প্রেম,
কেমন আছো জানতে চাইবোনা। আমি জানি তুমি সব
সময়ই ভালো থাকো। না থাকলেও বলো, "যেখানে
আছি, যেমন আছি, আলহামদুলিল্লাহ। কারণ এমনো
অনেক মানুষ আছে যারা খেতে পায়না, পড়তে পায়না,
মাথা গুঁজার ঠাঁই নেই। তাদের তুলনায় আল্লাহ
আমাকে অনেক ভালো রেখেছেন। তার জন্য আল্লাহ
র কাছে হাজার শুকরিয়া।" কি ধার্মিক তুমি!!!!!! তাই
না??
প্রেম, তোমার প্রথম জন কেমন আছে, প্রায়ই যার কথা
আমাকে বলতে? একদিন রাতে তোমাকে কল
করেছিলাম, শুধু এক টিবার তোমার মুখ থেকে শুনার
জন্য, বলার জন্য, "ভালোবাসি।" বরং তার উল্টোটাই
হলো।দেড় ঘন্টা মোবাইল টা কানে দিয়ে চুপ
করেছিলাম আর শুনছিলাম, তোমার ফার্স্ট ডেটিং
এর কাহিনী। সবশেষে বলেছিলে, "যে ছেলেটার
জীবনের প্রথম ডেটিং হতে পারে এতো বিচিত্রময়,
অন্য সব কাপলদের থেকে আলাদা-একেবারে মনে দাগ
কাটার মতো, সে কি কখনো পারে তার প্রথম
ভালোবাসা কে ভুলতে?? তাই তো তোমায় কখনো
ভালোবাসতে পারিনি। আমায় ক্ষমা কর।" সব কিছুই
শুনেছিলাম। শোনা হল না কেবল একটি মাত্র কথা,
"ভালোবাসি"।
আমার মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছে হয় তাকে, যার
গুণের কথা বলে তুমি প্রতিনিয়ত আমাকে অপমান
করতে। বলতে, আমি নাকি কোন কাজেরই না। কোন
গুণই নাকি আমার মাঝে নেই। যতো গুণ সব অই
মেয়েটার মাঝে, যাকে তুমি মন-প্রাণ উজাড় করে
ভালোবেসেছিলে। যার সাথে প্রথম সাক্ষাতের
ঘটনা আজো তোমার মনে দাগ কেটে আছে। অথচ প্রথম
সাক্ষাতের পর যে মেয়েটা আর কোন দিনই তোমার
সাথে যোগাযোগই রাখেনি। একটি বারের জন্যও ফোন
করে জানতে চায়নি, তার বিহনে কেমন কাটছে
তোমার দিন, তোমার রাত। কতোটা ভালো আছো
তুমি? নাকি কষ্টে আছো? যে কিনা তোমার নামে
বাজে কথা শুনেই তোমাকে অবিশ্বাস করে ফেললো;
বসে গেলো বিয়ের পিঁড়িতে, অন্য কাউকে নিয়ে ঘর
বাঁধবে বলে।একবারের জন্যও তোমায় বিশ্বাস
করলোনা। অন্তত তোমার কাছে জানতে চাইতেওতো
পারতো, যা শুনেছে তার কতোটা ঠিক, কতোটা
ভুল??? এই মেয়েটাই নাকি তোমাকে অনেক
ভালোবাসতো, আমার চেয়েও অনেক বেশি!! কি
ভালোবাসা তোমাদের, তাই না!!!! তোমাকে
জানতেও চায়নি, বুঝতেও চায়নি!!!
আমার খুব দেখতে ইচ্ছে হয় তাকে, যার বিয়ের কথা
শুনে আমায় বলেছিলে, "জানিস, ওর না বিয়ে হয়ে
গেছে রে! আমি এখন থেকে আর অন্য কোন কিছু নিয়ে
ভাবতে চাই না, শুধু ক্যারিয়ার বিল্ড আপ ছাড়া।
তোমার কথা চুপ চাপ শুনছিলাম আর ভাবছিলাম, "ও
তো তোমার অতীত, আমি তোমার বর্তমান।তবে তার
বিয়ের খবর তোমাকে এতো কষ্ট দিচ্ছে কেনো?
কেনো বলছো যে আর অন্য কিছু নিয়েই ভাবতে
চাওনা??"
পরক্ষণেই প্রশ্নের জবাব পেয়ে গেলাম।
তুমি কতোটা অনায়াসে বলে ফেললে,"জানিস এতো
দিন পর্যন্ত আমার মনের ভেতোরে কোথাও যেনো
একটা আশা লুকিয়ে ছিলো যে, ও হয়তো কোনো
একদিন আবারো আমার কাছে ফিরে আসবে। আজ
আমার ওই আশাটা একেবারেই শেষ হয়ে গেলো।"
আমি চুপচাপ শুনছিলাম আর অবাক হয়ে ভাবছিলাম,
"মনের মাঝে এমন একটা আশা রেখে আমায় প্রপোজ
করেছিলে?
বলেছিলে আমায় ছেড়ে যাবেনা??
বলেছিলে "ভালোবাসি"????
মনে মনে হাসি আর
ভাবি, "কতো বোকা আমি!!!!" চোখ বন্ধ করে তোমায় বিশ্বাস করে
দ্বিতীয় বার সুযোগ দিয়েছিলাম। বেশি দিন না;
মাত্র পনেরো দিন আগের কথা।
কতোটা ভালো
অভিনেতা তুমি, তাই না!!!!!
খুব কষ্ট হয়েছিলো আমার। বুক ফেটে কান্না পাচ্ছিল।
খুব জোরে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে হয়েছিল,
কিন্তু কাঁদতে পারিনি।পাছে বন্ধুরা শুনে ফেলে,
যদি জানতে চায় কেনো কাঁদছি।যদি সব জানতে
পেরে খোঁচা মেরে কথা বলে। আমাকে নিয়ে হাসি-
ঠাট্টা- ব্যাংগ করে-- সেই ভয়ে হাসি মুখে চলতাম।
আনন্দ করতাম। আমার ঐ শান্ত মুখটা দেখে বোঝার
উপায় ছিল না, অশান্ত মনটাকে।
কতো ভালো অভিনয়
শিখেছি তোমার কাছে!!!!
মুখ দেখে মন বুঝা যায় না-
ঠিক তোমার ই মতো।
আমার খুব দেখতে ইচ্ছে হয় তাকে, যাকে ভোলার জন্য
তুমি আমার হাত ধরেছিলে। যার থেকে প্রতারিত
হয়ে আমায় প্রতারণা করেছিলে। কি লাভ হলো
তোমার, বলোতো?? কি পেয়েছ তুমি?? পেরেছ মনের
ঘা-টা শুকোতে??? পারোনি তো??????
কতোটা সাবলীল ভাবে বলেছিলে, " তোমায়
ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। দিন
যতোই যাচ্ছিলো দেখলাম তুমি আমাকে ততোই
ভালবেসে ফেলছ। কিন্তু আমি পারছিনা।
ভেবেছিলাম, অভিনয় করতে করতেও হয়ত একদিন
সত্যিকার ভাবে ভালোবাস তে পারব। তাই
অভিনয়টা চালিয়ে যাচ্ছিলাম।কিন্তু ফলাফল
constant. আমার কোন পরিবর্তন ই হলনা।তাই ভাবলাম
তোমাকে ঠকিয়ে লাভ কি?? আর অন্যায় করা উচিত
হবেনা।তাই সরে দাঁড়ালাম।"
আমি চুপচাপ শুনছিলাম
আরর ভাবছিলাম, "কি ন্যায়বান তুমি!!!!"
তুমি জানোনা, তোমার প্রতারণা আমায় কতটা কষ্ট
দিয়েছে, কতোটা কাঁদিয়েছে, কত রাত ঘুমতে
দেয়নি।আমাকে সকলের সামনে হাসি ঠাট্টার
পাত্রী বানিয়েছে।তবে এ কথাও ঠিক, আমাকে অনেক কিছু শিখিয়েছে।আরো অনেক শক্ত মনের হতে,
বুদ্ধিমান হতে, বাস্তব বাদি হতে শিখিয়েছে।সব
চেয়ে ভাল ভাবে শিখিয়েছে "চোখ বন্ধ করে
অবিশ্বাস করতে।"
জানো প্রেম, আজো মাঝে মাঝে গভীর রাতে ঘুমুতে যাওয়ার আগে তোমার সেই দরদ ভরা কথাটা কানে বেজে উঠে, "প্রেয়সী, তোমাকে খুব ভালোবাসি। "
কতটা আবেগ ভরা কন্ঠে একবার বলেছিলে, "এই দুনিয়ায় আমি থাকব অথচ আমার প্রেয়সী থাকবেনা, তা আমি কখনোই মেনে নিতে পারবনা। তুমি আমার আগে চলে গেলে হয়ত দুনিয়ায় বেঁচে থাকব, তবে সুস্থ ভাবে নয়,মানসিক ভারসাম্যহীন ভাবে।"
কি পাগলামি তোমার ভালোবাসায়, তাই না!!!!!!
অথচ সেই তুমিই আজ আমাকে মৃত প্রায় করে রেখেছো।
আমি একদিন কেঁদেছিলাম
বলে তুমি বলেছিলে, আমি যাতে আর কোন দিন
তোমার সামনে না কাঁদি। আমার চোখের পানি
নাকি তুমি সয্য করতে পারনা।অথচ সেই তুমিই
আমাকে দুইশ দশ রাতেরও বেশি কাঁদিয়েছ।
কি অদ্ভুদ
মিথ্যেবাদী তুমি, তাই না!!!!!!!
পরিশেষে এক্টা কথা ই বলার আছে,তোমায়
ভালবেসেছিলাম,
তোমায় এখনো ভালবাসি।
কিন্তু
ভবিষ্যতে বাসব কিনা জানিনা।যদি না বাসি,
অথবা বাসতে না পারি, অথবা অন্য কাউকে বাসি,
তবে বুঝে নেবে আমি তোমার কথা রেখেছি।
ইতি
তোমারি প্রেয়সী