চার পাশে মেয়েদের পর্দানশীন করার জন্য ধর্ম
প্রচারের যে ঘন ঘটা দেখছি, তাতে মনে হচ্ছে, মৃত্যু র
পর প্রত্যেকটা মানুষকে শুধু মাত্র এই পর্দার জন্যই,
আমি আবারও বলছ "শুধু মাত্র পর্দার জন্যই"
জবাবদিহি করতে হবে; আর অন্য কোন কিছুর জন্য না।
চাকরীর যত গুলো ক্ষেত্র আছে, সব ক্ষেত্রেই সিনিয়র
এবং জুনিয়র বলতে দুটো দল থাকে। সিনিয়র রা যে পথ
ধরে চলবে, জুনিয়র সেভাবেই তাদের অনুসরণ করে
চলবে।
অগ্রজদের মধ্যে কেউ সামনে এগিয়ে যাওয়ার পথ
দেখিয়ে দিবে, কেউ সেই পথ পরিষ্কার করে দিবে
যাতে অনুজ দের চলতে আর কোন বাঁধার সম্মুখীন হতে
না হয়। আর এটা সম্ভব যদি অনুজ দের প্রতি অগ্রজদের
ন্যূনতম স্নেহ ভালবাসা থেকে থাকে। অথচ আজকাল
দেখা যাচ্ছে, চাকরী ক্ষেত্রে এমন এমন সব অপকর্ম
কেউ কেউ করে যাচ্ছে যে বাংগালী/বাংলাদেশী
হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বদনাম
হচ্ছে অগ্রজদের নানা অপকর্মের যেমন চুরি,
পালিয়ে যাওয়া, ঘুষ দেয়া, ঘুষ খাওয়া ইত্যাদির জন্য অনুজদের চাকরীর পথ বন্ধ হয়ে যাচ্ছে।
আমার সত্যিই অনেক অবাক লাগে ধর্ম প্রচারকদের
চোখে কি এসব অন্যায় কখনোই পড়েনা????? চুরি, ঘুষ,
কারো রিযিক নষ্ট করা এগুলার জন্য কি মৃত্যুর পর
প্রতিটা মানুষকে জবাবদিহি করতে হবেনা????
এছাড়াও আরো অনেক অন্যায় আছে যেগুলোকে
সরাসরি জন সম্মুখে বলতে সম্মানে বাধে। আপনি/
আপনারা জানেন সেগুলো কি -সেসব (জিনা) করলে
কি পরকালে আযাব ভোগ করতে হয়না??? পুরুষ মানুষ
বলে তো আর সাত খুন মাফ হয়ে যাবেনা।। তাহলে
কেনো শুধু মেয়েদের পিছনে পড়ে থাকেন???
আপনারা বড়রা যদি জুনিয়র মেয়েদের সম্মান
সতীত্ব আর পর্দা নিয়ে এতোটা চিন্তিত থাকতে
পারেন, তাহলে সিনিয়রদের চুরী, ঘুষ, জিনা এসব
নিয়ে কেনো চিন্তিত না???
জুনিয়র দের জব এর ব্যাবস্থা করতে না পারেন, যেসব
পথ খোলা আছে সেগুলোও যাতে বন্ধ হয়ে না যায়,
সেই ব্যাবস্থা তো অন্তত করতে পারেন??? এইগুলা
যাতে না করে তার জন্য ধর্মের ভয়টুকুও তো অন্তত
তাদের ভেতর জাগাতে পারেন????? কখনোই তো এসব
নিয়ে বলতে কিংবা লিখতে দেখিনা।। লিখলেও খুব
একটা জোরালো ভাবে না।।
ধর্ম প্রচারকগণ, এসবের কোনটাই করতে দেখা যায়না
কেনো??? নাকি করতে পারেন না।।। না পারার কি
বিশেষ কোন কারণ আছে??? মানে, আপনি/আপনারাও
কি এসব দূর্নীতি করে এসেছেন, তাই অন্যদের উপদেশ
দেয়ার মতো সৎ সাহস ও মনের জোর পাচ্ছেন না?????
যদি তা না হয় তাহলে আশা করি এরপর থেকে
মেয়েলী ব্যাপারে লেখালেখী অথবা বক্তব্য,
উপদেশ ছেড়ে দিয়ে এবার থেকে পুরুষ দের শেখাবেন,
যাতে অন্যের রিযিক নষ্ট না করে।।।
# নির্দিষ্ট কোন প্রফেশনকে উল্লেখ করিনি, কারণ
চুরি ঘুষ যেকোন প্রফেশনেই আছে।undefined