আমাকে চাইলেই ভুলে যাওয়া যাবে না নীলা,
চাইলেই ছুঁড়ে ফেলতে পারবে না আমাকে।
আমি তোমার শ্যামল বর্ণের মায়া।
মায়াবী কাঁজল রেখায় আঁকা ভালোবাসা।
আমাকে চাইলেই ভুলতে পারবে না তুমি।
সমস্ত কবিতায়,সমস্ত স্মৃতি পঞ্জিকা জুড়ে,
আমি ফিরে আসবো বারবার।
আমি ফিরে আসবো তোমার চেনা পথ জুড়ে,
তোমার একাকী বিকেলের মন খারাপে,
কিংবা মন খারাপের একটা রাত জুড়ে
হুট করে চাওয়া কবিতা শুনবার বাসনায়,
আমি ফিরবোই।
আমি ক্ষনিকের কোন পথিক
কিংবা ডায়েরির পাতায় লেখা শব্দ নয়,
যে তুমি চাইলেই রাস্তা থেকে সরিয়ে ফেলবে আমায়,
অথবা ছিঁড়ে ফেলবে পুরোনো ডায়েরি থেকে।
আমাকে চাইলেই মুছে ফেলা যাবে না নীলা।
তোমার জীবনের সমস্ত অলিতে গলিতে মিশে গেছি আমি।
আমি লেখা হয়ে গেছি তোমার জীবনী-জুড়ে,
বিচ্ছেদের বন্দীশালায় যতোই আলাদা করো না আমায়,
আমাকে আটকানো যাবে না কিছুতেই।
তোমাকেই ভালোবেসে যাবো,
সমস্ত কবিতায় আর অনুভূতিতে,
তোমাকে বারংবার মনে করাবো,
এই অগোছালো প্রেমিকই ভালোবাসে তোমাকে,
আমি ক্ষমা চেয়ে যাব বারবার।
আমি তোমার পথেই লিখে যাবো আমাদের সমস্ত ভালো থাকার অনুভুতি।
তোমার অভিমানের পাহাড় ভেঙেই বানিয়ে দেবো তাজমহল।
আমাকে ভোলা যাবে না নীলা।
তোমার মায়াবী চোখ জুড়ে আমি থেকে যাব,
সমস্ত কবিতায়,সমস্ত স্মৃতি পঞ্জিকা জুড়ে,
আমি ফিরে আসবো বারবার।
আমাকে কিছুতেই ভোলা যাবে না।
আমি ভুলতে দেবো না কিছুতেই।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:১২