শুরুটা হয়েছিল অনাকাংখীত ঘটনার মাধ্যমে....কিন্তু শুরুটা অনিবার্যই ছিল....সব বাঁধা অতিক্রম করে আমার সেই কুয়াকাটা ভ্রমন আর ভোরের আলোতে সমুদ্রের বালুটতে গোঁড়ালি পানিতে দাঁড়িয়ে তোমাকে নতুন করে খুঁজে পাওয়ার মাঝে আমাদের শুরু.....এরপর আবার কিছু অনাকাংখীত ঘটনা....তোমার আমাকে খুঁজে ফেরা আর আমার তোমাকে....তোমাকে খুঁজে পাওয়ার সে সন্ধ্যা....এই ফেব্রুয়ারী মাসই ছিল.....সাদা-কালো জীবনটা আমার রঙিন হয়ে ওঠা....আনন্দের অনুভূতির নতুন রুপে বিমোহিত আমার প্রতিটা মুহূর্ত....তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা কিংবা রাগ-অভিমানের বেদনার মাঝেও ভালবাসার গন্ধে পাগল আমার অশান্ত মন....কোন বাঁধাই আমার জন্য বাঁধা নয়.....মাথার ওপর ছাত্রত্ব থেকে বহি্স্কারের হুমকি কিংবা আদালতের খড়গ কোন কিছুতেই তখন আমার পাত্তা নেই....বিন্দুমাত্র দুঃচিন্তা নেই ২ মাস পরের ফাইনাল প্রফেশনাল পরীক্ষার....কিছুতেই আমি বিচলিত নই,শুধু তোমার মলিন চেহারা ছাড়া....তোমাকে সান্তনা দেয়ার মাঝেই আমার খুঁজে নেয়া নিজের আত্মবিশ্বাস....জীবনের প্রতিটা সেকেন্ড আমার তখন আনন্দময়....উড়ছি আমি তখন নীল আকাশে....তোমার ভালবাসার শক্তিতে....এর মাঝে ছোট্ট ঝড়.....তোমার হারিয়ে যাওয়া.....এলোমেলো সব আমার....তোমার ভালবাসার শক্তিহীন আমার স্বর্গ থেকে পতন....তীব্র বেদনার প্রতিটা মুহূর্ত...অশান্ত রাতগুলো ......হারানো ভালবাসার খোঁজে পাগলপ্রায় আমার ছুটে বেড়ানো.....পাঁচটি বৎসর...কিভাবে কেঁটে গেল!!!...
আবার এই ফেব্রুয়ারী মাস...এবার মাটিতে আমি, জীবনের সাধারন আনন্দ খুঁজে বেড়ান আমি.....কিছু চাইনা,অনেক পেয়েছি...... শুধু চাই নির্মল আনন্দ, আর ছুড়ে ফেলতে সকল অতীত...এবার সেন্ট মার্টিন...নীল আকাশ আর সবুজ-নীল পানিতে ছুঁড়ে ফেলা আমার নীল বেদনা... নতুনকে বরণ করে নেয়ার ভয়...দ্বিধা...কিংবা অন্যকিছু...জানিনা কী সেটা...তবে আনন্দের নতুন রুপ দেখা,মনটাকে আবারো খুলে দেওয়া...সাগরের নির্মল বাতাসে উঁড়ে যাওয়া সকল কষ্টগুলো...তারমাঝে নতুনের হাতের ছোঁয়া,একসাথে হেঁটে বেড়ান,সাগরের হীম শীতল পানির স্পর্শের মাঝে দু’জনের অনুভুতিটাকে বোঝার চেষ্টা...প্রথম অনুভূতির সাথে নতুনের তুলনা...জানিনা কেমন সেটা...শুধু জানি...আমি মুক্ত...আমি মুক্ত...আমি মুক্ত...
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৮