শুনতে খুব অবাক লাগলেও, বাস্তবতা এই যে, প্রাচীন এই ধারণা উনবিংশ শতক পর্যন্ত চালু ছিল! খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে, মানুষ ভাবতে শুরু করে - শরীরে মাত্র চার প্রকার বস্তু আছে, সেগুলো হলোঃ Sanguine (ল্যাটিন এই শব্দের অর্থ হলো blood), Choleric (ল্যাটিন এই শব্দের অর্থ হলো হলুদ পিত্তরস, yellow bile),Melancholic (ল্যাটিন এই শব্দের অর্থ হলো কালো পিত্তরস, black bile) আর সর্বশেষ টি হলো Phlegmatic (ল্যাটিন এই শব্দের অর্থ হলো শ্লেষা, কাশির সাথে যা নির্গত হয়, phlegm)!

প্রথমে গ্রিক আর রোমান আর পরবর্তীতে পশ্চিম ইউরোপীয়রা এই ধারণাকে আরো বিস্তৃত করে। কারো দেহে যদি এই চারটি উপাদানের অনুপাত সঠিক না থাকে তাহলে সে স্বাভাবিকের চাইতে ভিন্নরকম হয়ে যাবে। শরীরে যে উপাদানের পরিমাণ বেড়ে যাবে, ভিন্নতার প্রকৃতি হবে সেরকম!
তাই কারো দেহে যদি রক্তের পরিমাণ বেড়ে যায়, তাহলে তাকে দেখতে লাল টুকটুকে লাগবে, রক্তাভ আরকি! ফ্যাকাসে চেহারার চাইতে আমাদের কাছে রক্তাভ চেহারা অবশ্যই বেশি আবেদনময়ী- অর্থাৎ মানুষটি সুস্থ,সবল, দেখতে সুন্দর ডট ডট আরো অনেক কিছু আরকি!! আর তাই পরবর্তীকালে ইংরেজিতে Sanguine এর অর্থ হয়েছে আশাবাদী, hopeful, cheerful, optimistic! Sanguine এর আরেক ভাই আছে, নাম তার Sanguinary. ও কিন্তু আবার তার ইতিহাস ধরে রেখেছে, ওর নামের অর্থ হলো রক্তাক্ত, রক্তক্ষয়ী, A Sanguinary battle!
একইভাবে যদি কারো দেহে yellow bile বেড়ে যায়, গ্রিকদের মতে তখন তার মেজাজ হবে খিটখিটে। আমরা কার্টুন গুলিতে দেখি শয়তান গুলোর মুখের রঙ হয় হলুদাভ!! আর তাই পরবর্তীকালে ইংরেজিতে Choleric এর অর্থ হয়েছে বদমেজাজি বা খিটখিটে, bad tempered!
আবার যদি কারো দেহে black bile এর পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে? বোঝায় তো যাচ্ছে! কালো হচ্ছে বিষন্নতার প্রতীক! তার মানে হলো তার মন খারাপ থাকবে! আর তাই পরবর্তীকালে ইংরেজিতে Melancholic এর অর্থ হয়েছে বিষাদপূর্ণ, শোকপূর্ণ, sadness! এই Melancholic এর আবার বেশ কিছু বন্ধু আছে। যেমন ধরুণ Lugubriousness, ল্যাটিন lugure এর অর্থ হলো শোক করা, to mourn। আর তাই Melancholic কে সে বন্ধু হিসাবে নিয়েছে। আরো একজন আছে, Saturnine। এই শব্দের উৎপত্তি শনি গ্রহ থেকে, Saturn! প্রাচীন কালের আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে সবচেয়ে দূরে ছিলো Saturn, আর সূর্যকে প্রদক্ষিণ করতেও বেচারা সবচাইতে বেশি সময় নিতো। (সংস্কৃত শনি র অর্থও কিন্তু একই, Shanaye Kramati Sa: (शनये क्रमति सः) , the one who moves slowly)। আর তাই সবাই একে শোকাবহ,বিষাদপূর্ণ গ্রহ বলে চালিয়ে দিল!

Melancholic আরো কিছু বন্ধু আছে, যেমনঃ moroseness, wistfulness, কিন্তু ওদের কথা বলতে গেলে লেখা আর শেষ হবে না! যাই হোক Melancholic কে নিয়ে একটা খুব বিখ্যাত ছবি দিলাম, যারা মতলব (MATLAB) করেছে তারা হয়তো এই ছবির সাথে পরিচিত( ডান পাশের ম্যাট্রিক্স)!

আচ্ছা, সর্দি-কাশি যখন হয় তখনই তো শ্লেষা বের হয় তাইনা? আর সর্দি-কাশি মানে তো Cold & Moist, অর্থাৎ শান্ত-সমাহিত। আর তাই থেকে পরবর্তীকালে ইংরেজিতে Phlegmatic এর অর্থ হয়েছে উদাসীন, calm, emotional!
অনেক তো কথা হলো, এখন আপনার নিজের দেহে কোন বস্তুর পরিমাণ কেমন তা মেপে দেখলেই বোঝা যাবে কেন মন খারাপ, তাইনা? ও ভালো কথা এই তত্ত্বের নামই তো বলা হলো না, এর নাম হলোঃ Humorism (four temperament). সাইকোলজিতে এর পরিবর্তিত রূপ এখনো ব্যবহৃত হয়।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৯