ইতিহাসে আগ্রহী যে কেউই জানে যে, যুগে যুগে সেরা শাসনকালের বৈশিষ্ট্য হল সেখানে সেরা শাসকের সাথে সাথে সেরা কলার (আর্টস) সংমিশ্রণ থাকে । গ্রিক শাসক পেরিক্লিসের সময়কে ফিডিয়াসের সময় বলে চালিয়ে দেয়া যায় । এরকম বহু উদাহরণ আছে । মানুষ ক্ষেত্র বিশেষে এই ফাইন আর্টসের মানুষদেরই বেশি মনে রাখে । যেমন ধরুন ভিঞ্চিস ডেমন্সের আগে আমাদের দেশে প্রায় সবাই ডি ভিঞ্চির কথা জানত, তবে লরেঞ্জো ডি মিডিচির কথা কয়জন জানত?
ডি ভিঞ্চিকে একবার কোর্টে চালান করা হয়েছিল সোডমির অপরাধে, খালাশ পেয়ে গিয়েছিলেন অনেক কিছু করে (প্রচলিত আছে তাকে পালাতে হয়েছিল) । এখন অনেক দেশেই এটা ক্রাইম না । আমার কথা হল, পোপদের বিরুদ্ধে কথা বলাটা নিজ সময়ে দোষ থাকে, কিন্তু আদতে মানুষ সেটা ভুলে যায় । আবার এখন পোপরা অনেক পুরনো কাজের জন্য ক্ষমা চায়, তাতে তাদের প্রতিষ্ঠানের কোন ক্ষতি হয় না ।
সব ধর্ম, একেবারে সব, যুগের সঙ্গে তাল মেলাতে বাধ্য । একেবারে সব ধর্ম । প্রধান সব ধর্ম করেছে, করছেও বৈকি । এটা হয় ধর্ম পালন করা মানুষদের জন্য, কেননা ধর্ম প্রচারক, ধর্ম গুরু, ধর্ম ব্যবসায়ী কেউই এটার পক্ষে থাকে না । কোন কালেই না । আর একটা দল এই কাজ করে না, তারা হল শাসকরা । আমাদের দেশে কোন ব্যতিক্রম নেই । সব দলই মোটামুটি ধর্ম পুঁজি করে, আসলে মানুষ চায় বলেই করে । আমাদের অদ্ভুত বৈপরীত্য আছে এসবে । খেয়াল করি নি কেউই ।
যেটা বলতে চেয়েছি, ধর্ম ব্যবহার করে দেশ টিকিয়ে রাখা আর মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে কথা বলা লোকরা টিকে থাকে না, যেমন ধরুন সেই পোপের নাম আমরা কয়জন জানি যার বিরুদ্ধে ডি মিডিচি যুদ্ধ করেছিল? ডি ভিঞ্চির মত লোকের শত্রু হয়েও তাকে কেউ মনে রাখে নি । ইতিহাস সেই চেষ্টাও করে না । কিন্তু ডি ভিঞ্চিকে নিয়ে কত লোক এখনো গবেষণা করে সে খেয়াল আছে?
গত রাতে মারা গিয়েছেন গোলাম আযম । মি আযম আমাদের দেশের বিরুদ্ধে আর তার দল আমাদের সংস্কৃতির বিরুদ্ধে ছিলেন, আছে । মনে রাখা ভাল ধর্মের সাথে এই প্রগতির লড়াইয়ে সবসময় প্রগতি জিতেছে । তার মানে ধর্ম হেরে গেছে টা নয়, বরং ধর্ম কিছুটা যুগোপযোগী হয়েছে । এতে ধর্মের লাভ হয়েছে, না হলে যদি এখনো ধর্ম প্রচারকরা বলতেন সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে তাহলে মানুষ ধর্মকে ধরে রাখত না । এটাই সত্যি । আজ সিরিয়ায় যেটা হচ্ছে তাকে যদি ধর্মের আদর্শ মানা হত, তবে ইসলাম ধর্মও প্রশ্নবিদ্ধ হত । লাদেনের পরে তো হচ্ছে নাকি? আশার কথা হল লাদেনরা কোথাওই চিরদিন আদর্শ থাকবে না । ভয় দিয়ে আজ যা-ই পান, বিশ্বাস পাবেন না ।
আমি তাই ভাবি ১০০ বছর পর মি আযম আমাদের দেশে আদর্শ থাকবে না, যেমনটি তার গুরু মউদুদি আজ নেই আমাদের বিশ্বাসে, আজ তার দলও চেষ্টা করে তাল মেলাতে । প্রগতির সাথে, কলার সাথে এই দ্বন্দ্ব থাকবে, এটা বাস্তবতা । তবে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি তবে, শেষ বিচারে প্রগতি জিতবেই, জিতে আসছে । পরাক্রমশালী পোপ আমাদের চিন্তাতে নেই, আছে মোনালিসা । যুগে যুগে মোনালিসারা আমাদের উদার হতে শিখাবে, মুক্ত চিন্তায় মগ্ন হতে শেখাবে । শেখাবে বাঁচতে । প্রাণ খুলে হাসতে, সব পশ্চাদপদতা হটিয়ে ।
ভাল থাকুক আমাদের দেশ । ভাল থাকুক আমাদের ডি ভিঞ্চিরা । ভাল থাকুক আমাদের ডি মিডিচিরা ।