সামু পড়া একটা নেশা হয়ে দাড়িয়েছে। প্রতিদিন একবার না একবার সামুতে ঢুকা চাই ই চাই। আমার মনে হয় একবার যে সামু পড়ে খুব সহজে সামু ছাড়তে পারে না। অনেক কিছুই জানা যায় ব্লগ পড়ে। ক্যাচাল বাদ দিলে ব্লগ মত প্রকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। প্রায় অধিকাংশ ব্লগারের লিখাই পড়া হয়েছে। এখন আমি আমার পছন্দের কয়েকজন ব্লগারের নাম দিয়ে দিলাম। পরের পর্বে আরও দেয়া হবে।
কবি ব্লগারঃ
উহারা শুধু কবিতা লিখে থাকেন। তবে কবিতা ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ লেখাও কম বেশি লিখেন। কবিতাগুলো অনেক ভালা পাই। উনাদের মন-মিজাজ ভাল থাকলে কমেন্টের উত্তরও কবিতার মাধ্যমে দেন।
রেজওয়ান মাহবুব তানিম
হানিফ রাশেদীন
সায়েম মুন
স্বদেশ হাসনাইন
সাব্রিনা সিরাজী তিতির
নীরব 009
রেসিপি ব্লগারঃ
উনি বিভিন্ন সময়ে ব্লগে বিভিন্ন রান্না বিষয়ক রেসিপি প্রদান করেন। তবে তার রেসিপি অবশ্য বাবুর্চিদের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারণ উনার রেসিপি দেখে আমরা নিজে নিজে সব রান্না-বান্না করে ফেললে বাবুর্চিদের কি হবে!
নীল-দর্পণ
গিটারিস্ট ব্লগারঃ
এই ভাইয়ার পোষ্ট আমার চরম ভাল লাগে। গিটার শিখার সহজ তরিকা উনার ব্লগে আছে। নতুন গিটার কিনছি তো। তাই বিনামূল্যে সহজে শিখার জন্য উনার ব্লগের জুড়ি নেই! উনার ব্লগের ঠিকানাঃ
কবির চৌধুরী
বিবিধ ব্লগারঃ
সামুতে আরও কিছু পছন্দের ব্লগার আছেন যারা বিবিধ বিষয় নিয়ে পোষ্ট দেন! উনারা যে পোষ্টই দেন না কেন তা হিট হবেই। উনাদের লেখার ধরণ-শৈলী নিয়ে কোন কথা বলার সাহস আমার মত নাদানের নেই। কোন এক অজানা কারণে উনাদের সকল পোষ্টই ভাল লাগে। তবে আমার নেট স্পিড স্লো বলে উনাদের দেওয়া আগের পোষ্টগুলো পুরো দেখা যায় না। তাই প্রায়ই কমেন্ট করতে পারি না! তাছাড়া, নতুন কিছু ব্লগারও পছন্দের লিস্টিতে যোগ হয়েছেন।
রেজোওয়ানা
আলিম আল রাজি
শায়মা
হাসান মাহবুব
দূর্যোধন টুকিঝা
ইশতিয়াক আহমেদ চয়ন
মাহী ফ্লোরা
রিয়েল ডেমোন
সাকিন উল আলম ইভান
মাহমুদা সোনিয়া
ড়ৎশড়
জিসান শা ইকরাম
শিশিরের শব্দ
বড় বিলাই
শ।মসীর
শিপু ভাই
নাফিস ইফতেখার
ফারজুল আরেফিন
ফয়সাল তূর্য
মাহবু১৫৪
অণুজীব
চেয়ারম্যান০০৭
~মাইনাচ~
সাইফুলহাসানসিপাত
নাহিয়ান বিন হোসেন
বাবুনি সুপ্তি
ঈষাম