দিনশেষে সবই বুঝে যাই
নিজের চেহারার পেছনে থাকা স্পষ্ট অভিনেতা, তার দৌড় এতদূরই।
সে যা বললো, সব একটা খোঁড়া বাক্যে এসে শেষমেষ মোড় নিলো সেই গৎবাঁধা গতানুগতিক যাপনের রাস্তায়
ক্ষণিক আগেও ভাব ছিলো, যেন কে! যেন কী!
জীবন যেন এতোই সহজ পড়ার জন্য ......বা পড়ে শেষ করার জন্য!
আর ঐ যে, চুপ লোকটা। তার চোখ পড়ে থাকে রাস্তায়। কী দেখে সে এতো? আর এতোইবা কেন চুপ?
নিজেকে কী ভাবে!
না এটাকেই আজকের বিষয় করি না! চা হবে! সাথে..
সরগরম, তেজতপ্ত স্বর, কারো কথাই কম দামী নয়
ব্যস বলতে পারলেই হয়!
চুপ লোকটা বসেই থাকে। সে জানে না কী নিয়ে শোরগোল চলছে সেখানে
জীবনের শোরগোলটাকে সে দেখে চুপ করে। শোনে নির্বাক। অবলোকন? হয়তো; একটা পৃথক পৃথিবীকে চুপ করে বুকে পুরে
সে হাসে
সেই হাসির ভার দূর থেকে দেখতে পায় কেউ, অন্ধকারে...............ঐ যে সে
দেখে।
অবশ্যই দেখে।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৫