অভাব,
তোমার
.
.
.
.
.
.
আমার মাঝে।
অনেক অভাব।
শুরুটা কোথায় ছিল, জানতে চাইনি পরে।
অকাল মৃত্যুর আগেও বলবো না,
'তোমায় ভালবাসি
অথবা, কখনও বেসেছিলাম।'
বেঁচেছিলাম?
কই, বলিনি তো!
এক ছটাকের একটু বেশি বাঁচার ইচ্ছেটা
হয়তো তখনি মরেছিল,
বাসনার ঘরে
ঝড়ের বসবাস থেমে গেছিল যেদিন।
শূন্যতার কাছে শেষ মুহূর্তটাও
একদম শূন্য।
সে (শূন্যের) গহ্বরে
ডুব দেবার আগে,
আধমায়া জড়ানো সুখটা
তোমায় দিতাম কোন মুখে?
তুমি একাই থেকো;
আমার মত শূন্য হয়ে যেও না।
আমি হতভাগী নই।
হলে অন্তত, ভাগ্যের একটা অংশ দেখা হতো।
হতভাগীও নই
তাহলে ভাগ্য- সেতো ক্ষণজন্মা!
সারাজীবন শূন্যের সাথে এক যোগ করে গেলে,
ফলাফল কী পেলে?
সেখানে তুমি একাই ছিলে।
আমি?
ছিলাম,
সেদিনও-
আজও-
ব্যবধানে।
এক থেকে দূরে,
বৃত্তের খুব কাছে.....।
(ছবিঃ পেন আর্নার)