আমার মৃত্যুর দিনটা অনেক সুন্দর হবে। জীবনের প্রতি কৌতূহলেরা আবার উঁকি দিয়ে উঠবে নতুন করে।
একটি কালো অধ্যায় থেকে রঙিন অধ্যায়ে রূপান্তরিত হবে
উপলক্ষগুলো।
দেহের মৃত্যু একদিন অবশ্যই হবে,
চাইলেও যখন আমি কাউকে ছুঁয়ে দেখতে পারবো না। দেখা দিতে পারবো না।
হয়তো শুধু,
বেঁচে থাকবো কারোর মনে-
কিছু প্রিয় কথা হয়ে, কিছু প্রিয় সুর হয়ে অথবা একটি প্রিয় হাতছানি হয়ে।
আমি বেঁচে থাকবো- আমার ভালবাসার মানুষগুলোর হাসিতে,
ভয়ঙ্কর কষ্টে,
আর হয়তো নতুন কোনো স্বপ্নতে।
পৃথিবী বিদায় জানালেও, মাটির পৃথিবীকে আমি কোনোদিনও বিদায় জানাতে পারবো না। মাঝে মাঝে ইচ্ছে করে,
নিজেকে বিস্ফোরিত করে ফেলি!
যাঁর কথা আমার মাঝে এসে ঠাঁই নিয়ে আছে, তাঁকে আরও আপন করে ফেলি।
কিন্তু হয়না!
হয়নিও। অন্তত তাই,
আমার ব্যর্থতাগুলোকে আমি কখনই বিদায় জানাতে পারবো না।
আমি রয়ে যাবো তবু, কোথাও না কোথাও
দূরের মরীচিকায় একটি সুমিষ্ট রোদ হয়ে।
অথবা হয়তো পরিসীমার বাইরে,
একটি হলুদ মরীচিমালী হয়ে......
হাজার বছরের সন্ধ্যাগুলো সেদিন, একটি বিকেলের কাছে এসে থেমে যাবে।
পার্থিব অভিসন্ধিরা,
সন্দেহরা,
তখনও রয়ে যাবে রূপান্তরিত চেতনায়।
শুধু আমি চলে যাবো,
চেতনার বাইরে......।।
-পেন আর্নার
৮/২/২০১৪