আর কিছুদিন পরেই সামুতে আমার সেফ হওয়ার ১ বছর পূর্ন হবে। যেহেতু কোন এনিভার্সারি তে আমার কোন এনিভার্সারি টাইপ পোস্ট দেয়া সম্ভব হয় না সেহেতু এই "আমি আমি আমি" টাইপ পোস্টের অবতারনা।
ক্ষুদ্র এ ব্লগিং জীবনে অনেক ব্লগারকেই দেখেছি সামু সম্পর্কিত পোস্ট দিতে। উনাদের প্রিয় ব্লগার কারা, প্রিয় লেখার লিস্ট ইত্যাদি।
আমার ব্লগ সম্পর্কেঃ পরিসংখ্যান (এখন পর্যন্ত)
পোস্ট করেছেন: ৩৩টি
মন্তব্য করেছেন: ৮২৮৫টি
মন্তব্য পেয়েছেন: ৪১২২টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৮ মাস
ব্লগটি মোট ৩২৫১৫ বার দেখা হয়েছে
সামুতে আমার পড়া শুরু হয় প্রায় ২০১০ এর শেষের দিকে। নিয়মিত পড়তাম না। তবে বেশ ভালো সময় সামুকে দিতাম। মুক্তমনা ব্লগও পড়তাম বেশ কিছু সময়। তখনও আমার ব্লগ, নাগরিক বা সচলায়তন চিনতাম না। মুক্তমনা ব্লগে দেয়া একটি কমেন্ট পাবলিশ হওয়ার পরে, উত্তর দাতা রিপ্লাইঃ আপনি আমু,সামু,সচল যেটারই তামীম হোন না কেন ......................................
তখন বুঝতে পেরেছিলাম আমাকে উনি অন্য তামীম মনে করেছেন এবং সেই তামীমের সাথে উনার ডেফিনিটলি ভেজাল আছে



একদিন সাহস করে সামুতে রেজিস্ট্রেশন করতে বসলাম। টানা ৩০ মিনিট বসে ছিলাম নাম চিন্তা করতে করতে। কি দিব ব্লগ নিক! সবাই কত সুন্দর সুন্দর নামে ব্লগ খুলে।আমি আগেও কত সুন্দর সুন্দর নাম ভেবে রেখেছিলাম। তখন পুরো মাথাই খালি। অনেক নাম টাইপ করলাম। কিছুক্ষন পর আবার পছন্দ না হওয়ায় কেটে ফেলি। শেষে ত্যাক্ত বিরক্ত হয়ে নিজের নামে ব্লগ খুলি। কিন্ত খোলার পর দেখলাম , আমার নাম ভুল!!!!!
আমার নামে দীর্ঘ ই কার ব্যবহার করি সবসময়। কিন্ত এখানে হ্রস্ব-ই কার দিয়ে দিছি






ব্লগ খুলে ৬ মাস কোন পোস্ট দিই নি! ভাবসিলাম মডূরা সেফ করে দিবে!







এর মাঝে আমার ব্লগ এবং মোবাইল খুটিনাটি গ্রুপে গ্রুপ ব্লগিং শুরু করলাম। প্রথম পাতায় পোস্ট না গেলেও গ্রুপে বেশ ভালোই কমেন্ট পেতাম। একটা পোস্টে ৩২ টা কমেন্ট পাইলাম। আমার খুশি কে দেখে! ওয়াচে থেকে এত্ত কমেন্ট! অনেকের পোস্ট প্রথম পাতা থেকে এত কমেন্ট পায় না








একদিন শিপু ভাইয়ের স্টাটাস দেখলাম , উনারা আড্ডা দিতে যাচ্ছেন। আরো কয়েকজন ব্লগার নাকি আসবেন! আমি ভাবলাম গিয়ে নিজের খোমা দেখায়া আসি। যদি সেইফ হইতে পারি! অইদিন বেশ ভালোই আড্ডা হলো, ছিল শিপু ভাই, টিনটিন ভাই, নোমান নমি ভাই, মাহি ভাই, নষ্ট কবি সহ আরো অনেকে।
অইদিন বাসায় এসে জানাপারে একটা মেইল করলাম। দুইদিন পর দেখি মেইলের রিপ্লাই! আমি সেইফ!




প্রথম একাউন্টঃ ১ বছর ৮ মাস আগে (দিন তারিখ মনে নেই

প্রথম সেফঃ ২০১২ এর ১১ জুলাই
প্রথম কমেন্ট পাওয়াঃ আকাশটালালের কমেন্ট। ওয়াচে থাকতে পেয়েছিলাম। এখন অবশ্য অই পোস্ট নেই।
প্রথম কমেন্ট দেয়াঃ নিজের পোস্টে


অন্যের পোস্টে প্রথম কমেন্টঃ মোবাইল খুটিনাটির পোস্ট (ওয়াচে থাকা ব্লগাররা কমেন্ট করতে পারবে)
প্রথম প্রিয়তে নেয়া পোস্টঃ বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ড বা কোম্পানির নামকরণের পিছনের কাহিনী - বেঈমান আমি
প্রথম জেনারেলঃ বেঈমান আমিকে ব্যানের প্রতিবাদে পোস্ট দেয়ার পরে
সেফ হওয়ার পরে প্রথম পোস্টঃ বিশ্বের সবচেয়ে দামি দশটা মোবাইল ফোন
প্রথম (?)উত্সর্গ করা পোস্ট: এলেবেলে ছবি ব্লগ- গ্রাম্যবালিকা
প্রথম ১০০ কমেন্টঃ প্রথম পোস্টেই




প্রথম ২০০ এবং ৩০০ কমেন্টঃ ইন্ডিয়ানদের সিনেমার পোস্টার চুরি , এর পর কেউ ইন্ডিয়ান ছিঃনেমা ভালো বললেই কান ধরে এনে এই পোস্ট দেখিয়ে দিবেন


প্রিয় ব্লগার বা প্রিয় মানুষঃ কারোই নাম দিলামনা। কারন যারা আমার প্রিয়, তারা জানেন যে উনারা আমার প্রিয় ব্লগার।






প্রথম ক্রাশ খাওয়াঃ আমি ক্রাশ খাই না। দেখে শুনে প্রেমে পড়ায় বিশ্বাসী





একটি বিরক্তিকর পোস্ট দেয়ার জন্য দুঃখিত। বেশি বিরক্ত হলে আমার নানীর বলা গল্প টি পড়ে আসেন

সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪