গালি। এক আজব জিনিস। এ জিনিসটা মুখে উচ্চারিত হয়। কিন্ত ফলাফল হয় ভয়াবহ। মুখের জিনিস আর মুখে থাকে না। এর এমনই ঝাঁঝ , মানুষের হাতেও মাঝেমধ্যে অস্ত্র উঠে আসে।
বাদ দিই সিরিয়াস কথা।
আগে জেনে নিই, গালি নিয়ে গুগল মামু কি বলে।
ক্রিয়া বা ভার্বের ক্ষেত্রে- Attack (someone) using abusive language
এখন বুঝতে হবে এবিউসিভ জিনিসটা কি। এটি মূলত আপেক্ষিক।
মনে করেন, একজনের কাছে ছাগল শব্দটা এবিউসিভ, তাকে আপনি ছাগল বললে ক্ষেপে যাবে।
আবার আরেকজনের কাছে ভালো শব্দটা এবিউসিভ। তাকে ভালো বললে সে ক্ষেপে যাবে

গালি হল মনের ভাব প্রকাশের অন্যতম শক্তিশালী মাধ্যম। অনেক না বলা ভাবও গালির মাধ্যমে প্রকাশ পায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ডাম্প করলে বয়ফ্রেন্ড ধুমায়া গালি দেয় মনের ভাব হালকা করার জন্য। অনেক সময় মেয়েরাও কম যায় না। কে জানি বলেছিল "কোন ভাষা কত সমৃদ্ধ তা বুঝা যায় সে ভাষার গালি সম্ভার দেখে"
আমার জানামতে চীন দেশে গালি নিয়ে ডিকশনারী পর্যন্ত আছে। অনেকে আপসোস করতে পারেন , শিট! বাংলাদেশে থাকলে তো ধুমায়া ছাগুগো গালি দিতে পারতাম।
তাদের আপসোসের ও দিন শেষ। রংপুরের ১০০ টা গালি নিয়ে বেরিয়েছে গালি অভিধান। কিন্ত দুঃখের বিষয় , এটি মূলত আঞ্চলিক ভাষার অভিধান বলে অনেকের তেমন আগ্রহ নাও হতে পারে।
ব্লগে আসার পর অনেকেই এরকম গালি অভিধান খুঁজেন। কারন ব্লগে যেহেতু হাত ছোঁড়াছুড়ি করা বা চুল টানাটানি করা যায় না, শেষপর্যন্ত গালিই ভরসা।
কিন্ত বেরসিক মডারেশন কিন্ত এসব গালিগালাজকে প্রশ্রয় দেয় না। সেকারনে মডারেশন প্যানেলের মোটা লোকজন ও কিন্ত কম গালি খায় না। (অফটপিকঃ মডারেটর হওয়ার মূল শর্ত চামড়া মোটা থাকতে হবে


আমরা সবাই জানি। ভাষা প্রবাহমান। গালি যেহেতু ভাষার অবিচ্ছেদ্য অংশ সেহেতু গালিও প্রবাহমান। কালের প্রবাহে গালিরও পরিবর্তন হচ্ছে।
ইদানিং মজার মজার বেশ নতুন গালি আবিষ্কৃত হয়েছে। যেমন ধরেন হাম্বা। কেমন যেন লুতুপুতু ভাব। আবার ধরেন খাপো। এক নজরে বুঝা নাও যেতে পারে যে , এটা কোন গালি হতে পারে। মূলত মডারেশন প্যানেলের হাত থেকে বাঁচতেই অভিনব এই গালি। এটি মূলত খা*কির পো*র সংক্ষিপ্ত রূপ

এবার ধরেন আবাল। এক প্রকার গরু। প্রব্লেম হল, কাউকে যদি বলা হয় "তুই গরু" তাহলে সে মাইন্ড যতটুকু করবে "তুই আবাল" বললে এর থেকে বেশি মাইণ্ড করবে

অনেক কিছুই বকলাম, এবার আসি গালির ফলাফল নিয়ে। গালি এমনই এক অস্ত্র যা দিয়ে প্রতিপক্ষকে মানসিক ভাবে ছাড়া অন্য কোন ক্ষতি করা সম্ভব নয়। যদি আপনার প্রতিপক্ষ গালিটিকে ইগ্নোর করে তাহলে আপনার দেয়া গালিটি সম্পূর্নই বৃথা। কেউ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনার কোন ক্ষতি হবে? না হবে না। কারন আপনাকে শালা বললেই তো আর সে আপনার বড় বোনের স্বামী হয়ে যাচ্ছে না তাই না?
এই শালা গালিটি নিয়ে আমার কিছুটা কনফিউশন আছে। এই গালি আত্মীয়তার সম্পর্ক নির্নায়নে ব্যবহৃত হয়। এটি কিভাবে গালি হয় সে ব্যাপারে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর হস্তক্ষেপ কামনা করছি। তাছাড়া শরীরের বিভিন্ন অংগ প্রত্যঙ্গের নামও গালি হিসেবে ব্যবহৃত হয়। এ জিনিস্টাও বেশ কনফিউজিং।
তবে সবচেয়ে বড় কথা গালিকে বিনোদন হিসেবে নিন। যে যত ভালো গালি দিবে বুঝবেন তার সৃষ্টিশীলতা বেশি। বেশি বেশি গালি দিন। বেশি বেশি গালি খান।
আর হ্যাঁ! নেক্সস্ট জেনারেশনের জন্য বেশকিছু গালি সাজেস্ট করে যাচ্ছিঃ পরিমল, সুরঞ্জিত, সাহার খাতুন (১৮ মাসে বছর উপলক্ষ্যে) , জামাত, শিবির, চাঁদের কলঙ্ক, মাহবুবুর রহমান ইত্যাদি





বিজ্ঞাপনঃ
জন ডিলিঙ্গারঃ ইতিহাসের কুখ্যাত এক ব্যাংক ডাকাত