হাতে টাচস্ক্রীন ফোন নিয়া ইদানিং আমরা খুব পার্ট লই। কিন্তু মোবাইল ফোনের এই সুদীর্ঘ পথচলা সম্পর্কে আমরা কয় জনই বা জানি।
আমি অতি সংক্ষেপে তা তুলে ধরার চেস্টা করছি
১৯৩০- তৎকালীন আমেরিকার টেলিফোন গ্রাহক রা রেডিও কানেক্টিভিটির মাধয়মে যোগাযোগ করতে পারত। কস্ট ছিল ৭ ডলার পার মিনিট। যা বর্তমান মুল্যে দাঁড়ায় ৯২ ডলার পার মিনিট ।
১৯৪৬- প্রথম মোবাইল টেলিফোন কল করা হয়
১৯৪৭- AT&T কোম্পানি বাণিজ্যিক ভাবে মোবাইল টেলিফোন সার্ভিস চালু করে
১৯৬৫- AT&T মোবাইল টেলিফোন সার্ভিস এ বড় একটা অগ্রগতি আনে। তখন নাম দেয়া হয় IMTS অথবা ইম্প্রুভড মোবাইল টেলিফোন সার্ভিস। একটি কল সম্পন্ন হওয়ার জন্য ওয়েট করতে হত মাত্র ৩০ মিনিট
১৯৬৯- পেন সেন্ট্রাল রেইল রোড এর ২২৫ মেইল লম্বা নিউ ইয়র্ক – ওয়াশিংটন রুটে স্পেশাল পে ফোন চালু হয় যা দিয়ে ট্রেন এ চলমান যাত্রী রা ফোন কল করতে পারতো ।
১৯৭৩- মটরোলা এবং বেল ল্যাব্রেটরি যৌথ উদ্দ্যেগে হ্যান্ডহেল্ড ফোন চালু করে। প্রথম মোবাইল টি ছিল আড়াই পাউন্ড ওজনের, ৯ ইঞ্চি লম্বা, ৫ ইঞ্চি উচ্চতা এবং ১.৭৫ ইঞ্চি প্রশস্ত। ১০ ঘন্টা চার্জ দিয়ে ৩০ মিনিট কথা বলা যেত ।
১৯৭৮- 1G নেটওয়ার্ক আমেরিকায় বাণিজ্যিকভাবে চালু হয়। পরবর্তীতে ইসরাইলে ১৯৮৬ সালে এবং অস্ট্রেলিয়ায় ১৯৮৭ সালে চালু হয়
১৯৯১- প্রথম GSM নেটওয়ার্ক চালু হয় ফিনল্যান্ড এ
১৯৯২-১৯৯৩- SMS সিস্টেম চালু হয় পারসন টু পারসন
১৯৯৮- ডাউনলোডেবল রিংটোন বিক্রি শুরু হয়
১৯৯৯- ইন্টারনেট সার্ভিস চালু হয়। শুরু করে এনটিটি ডোকোমো , জাপানে।
২০০০- ফিনল্যান্ড এ প্রথম SMS এর মাধ্যমে ডেইলি নিউজ হেডলাইন ফ্রি তে চালু হয়।
২০০২- 3G কমার্শিয়াল ভাবে চালু হয়
২০০৮- 4G বা ওয়াইম্যাক্স নেটওয়ার্ক মোবাইল এর জন্য প্রাথমিক ভাবে চালু হয়
*************************************************
আমার দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্ত ভাত না পাওয়া পোস্ট
পিসি তে গুগল প্লে স্টোরের এপ্স ডাউনলোড(এন্ড্রয়েড এপ্স) টেকি পোস্ট হইতারে