বয়োজ্যেষ্ঠ এক বৌদ্ধ গ্রামবাসী রয়টার্সকে তিনটি আলোকচিত্র দিয়েছেন, যাতে ১ সেপ্টেম্বর সন্ধ্যায় সৈন্যদের হাতে ধরা পড়া থেকে শুরু করে পরদিন সকাল ১০টায় তাদের হত্যা পর্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ফুটে উঠেছে। এরা নাকি হামলাকারি সেনাদের ভাষ্যমতে।
এদের দেখে কি মনে হয়? এদের গায়ের পোষাক,মুখের ভাবভঙ্গি, চেহারায় কি বলে ? এরাতো মনে ঠিকমত খেতে পায় না মনে হয়।
অন্যদিকে বৌদ্ধ গ্রামবাসীরা বলছেন, ইন দিনে নিরাপত্তা বাহিনীর ওপর বিদ্রোহীদের আক্রমণের কোনো ঘটনাই ঘটেনি।
উল্টো সেনারাই কাছাকাছি একটি সমুদ্রসৈকতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্য থেকে ১০জনকে তুলে নিয়ে হত্যা করে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
এই নৃশংস হত্যা বলে দিচ্ছে বার্মিজরা কতটা নির্দয় । রোহিংগা প্রত্যাবর্তনে কেন রোহিংগারা যেতে রাজি হচ্ছে না এখন পরিস্কার হচ্ছে আন্তর্জাতিক অংগনে। দেশের দশলাখ রোহিংগাদের ফেরৎ নিতেও নানান গড়িমসি করছে বার্মা। এদের ফেরত নিয়ে এদের কি ধরনের ব্যবহার করা হবে সেটা নিয়েও শংকা থেকেই যাচ্ছে।