প্রতিনিয়ত রাজনৈতিক সহিংসতার শিকার হয় সাধানর মানুষ। বিরোধী দলের তান্ডব জ্বালাও পোড়াও, ককটেল পেট্রোল বোমার শিকার সাধারন মানুষ । যে বিরোধী দলই দেখছি নিরিহ লোকের রক্ত দিয়ে দাবি আদায়ের চেষ্টা করছে। রুজি রুটির সন্ধ্যানে মানুষ রাস্তায় এসে অপরাজনীতির বলী হয়ে বাড়ি ফেরে।দেখা গেল একটা পরিবারের আয় যোগ্য লোক একজন সে যদি এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কবলে পড়ে শেষ হয় তাহলে বাকি সদস্যদের কি অবস্হা হবে চিন্তা করুন।
অথচ আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নেই তবু ও জীবন প্রায় অনিচ্ছায় উৎসর্গ হয়ে যাচ্ছিল।
তাই সবার সতর্ক হয়ে চলা উচিৎ যাতে আপনাকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে কেউ । বিশেষ করে ৮ই ফেঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে ঘিরে যেন আমরা বলীর পাঠা না হই সেদিকে নিজেদের খেয়াল রাখতে হবে। বিএনপি, আওয়ামীলীগের দলীয় আক্রমনের শিকার যেন আমার আপনার মত সাধারন মানুষের বরন করতে না হয়।