প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন আশ্বস্ত করেছে যে, পূর্ব বায়তুল মুকাদ্দাসকে (জেরুসালেম) তারা ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে সমর্থন দেবে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সোমবার মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে ইইউ জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ সমর্থন ব্যক্ত করেন।এ সম্পর্কে মোগেরিনি তার ভাষায় বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ নিশ্চিত প্রতিশ্রুতির বিষয়ে আবারো আশ্বস্ত করতে চাই যে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ইইউ’র সমর্থন রয়েছে এবং বায়তুল মুকাদ্দাস হবে দুই রাষ্ট্রের রাজধানী।’
ট্রাম্পের স্বীকৃতি প্রসঙ্গে মোগেরিনি বলেন, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের জ্ঞানের পরিচয় দেয়া উচিত এবং সেভাবে কাজ করা দরকার।
পাগলা ট্রাম্পের একক সিদ্ধান্ত আমেরিকার মিত্র ইইউ ও বিরক্ত বোধ করছে।
তবে একটা প্রশ্ন থেকে যায় জেরুজালেম দুই রাষ্ট্রের রাজধানী হওয়া কিভাবে সম্ভব?