আলস্য নয়নে অলৌকিক যন্ত্রের স্ক্রিনে,
তাকিয়ে আছি অবাক দৃষ্টিতে,
এ কেমন রশিকতা?নাকি দুঃস্বপ্ন?
নাহ, পূর্বের ন্যায় ছেড়া কাঁথার নীচে শায়িত।
দুঃসপ্ন মোরে উঠাইয়াছে কবির মঞ্চে
পুষ্পমাল্যে গলদেশ শোভিত,
নিচে ভক্তের হাততালি আর বাহবায়,
প্রশংসায় মুখরিত ময়দান।
কবির প্রতি ভক্তের অকৃত্রিম ভালবাসা,
করতালি আর প্রশংসার তেলবাজিতে,
ফিরে এলো সম্বিৎ, জাগ্রত হইলো চেতনা
নাহ,ভাংগা খাটে আছি আধশোয়া।
মিছেমিছি কবি হওয়ার সপ্নে বিভোর,
শিশু কন্যার আদুরী আলতো ছোয়ায়,
গিন্নি রুক্ষ স্বর,আরে উঠনা বাপু,
নিদ্রার মাঝে হইলে কি তুমি?
স্বঘোষিত কবি ?
ছবি গুগল থেকে