
ইহুদিবাদী ইসরাঈল তাদের স্বপ্নের রাজধানী জেরুজালেম কে পাগলা ট্রাম্পের মাধ্যমে ঘোষনা দিয়েছে। স্বাধীন ফিলিস্তিন গঠনের বড় হুমকিএই অবৈধ ঘোষনা। নিরিহ ফিলিস্তিনিদের ভুমি ইসরাইলের করায়ত্ত হবে। ইতিমধ্যে সংঘর্ষ
দুইজন ফিলিস্তিনি শহীদ হওয়ার খবর পেলাম। পাগলা ট্রাম্পের এই ঘোষনা গোটা মুসলিম বিশ্বকে আঘাত দিয়েছে। এখন দেখার অপেক্ষায় ওআইসি, সৌদি আরব,সহ মুসলিম দেশগুলো কি ব্যবস্হা ন্যায়। ইরানের হুমকি দামকি তো বহুত শুনেচি এবার দেখি বাস্তবে কি করে।
মুসলমানদের ওস্তাদে আজম সৌদি আরবের ভুমিকা কোন পক্ষে যায় সেটা নিয়ে চিন্তিত আছি। তারা নাকি তলে তলে ইসরাইলের সার্থ রক্ষার দ্বায়িত্ব নিচে।

এনারা এখন মিলিয়ন ডলার খরচ করে চিত্রকর্ম কিনছে। তাও ্আবার যীশু খ্রীষ্টের।লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ৫০০ বছরের পুরানো এক ছবি গত মাসে রেকর্ড দামে বিক্রি হয় নিউ ইয়র্কে। ভিঞ্চির চিত্রকর্ম ‘যিশুখ্রিস্ট’ প্রায় ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা। চিত্রকর্মটি বেনামে কিনেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এতদিন ক্রেতার নাম জানা না গেলেও বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানায়, যুবরাজ সালমান চিত্রকর্মটি ক্রয় করেছেন। এই মহারতিরা যে কতটা ফিলিস্তিনিদের পাশে দাড়াবে সেটা নিয়ে সংশয়ে আছি।
মহান আল্লাহ তুমি ফিলিস্তিনি জনগন কে হেফাজত কর।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০১