সমগ্র মুসলিম বিশ্বের কাছে সৌদি আরব একটা অত্যন্ত পবীত্র স্হান। আমাদের প্রিয় নবী (স) এর জন্ম,ওনার রওজা, কাবাঘর সহ হাজারো সাহাবা কেরাম গন ঘুমিয়ে আছে। সব দিক থেকে সব মুসলিমদের সম্মান এবং আনুগত্য পাবার যোগ্য সৌদি আরব বর্তমান শাষক। দুঃখের বিষয় এটা সাম্প্রতিক সময়ে সৌদি বাদশাহর নীতি সন্দেহ জনক। মধ্যপ্রাচ্যেে ক্ষমতার দন্ধে মেতে উঠেছে সৌদ পরিবার। ইরান, সিরিয়া, ইয়েমেন,কাতার,লেবানন, এদের সাথে সাপে নেউলে সম্পর্ক।ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সৌদি আরবের চোখে টেরোরিস্ট যারা মজলুম নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সশস্ত্র সংগ্রাম করছে। লেবাননের হিজবুল্লাহ সৌদির কাছে সন্ত্রাসী গ্রুপ যারা ইহুদিবাদি ইসরাঈলের বিরুদ্ধে পপ্রতিনিয়ত যুদ্ধ করছে। লেবাননের প্রধান মন্ত্রি সাদ হারিরি সম্প্রতি সৌদি সফরে নিখোজ। তাকে জোর করে পদত্যাগে বাধ্য সেই অজুহাতে ইরান, হিজবুল্লাহর সাথে যুদ্ধের পায়তারা করছে। ইয়েমেন তো অনেক আগেই সৌদির আগ্রাসনের শিকার। হাজার হাজার নারী, শিশু, পুরুষ বোমার আঘাতে মরছে। দখল ইসরাঈলের সাথে মধুর সম্পর্ক এখন বিশ্বের কাছে প্রমানিত। যারা উড়ে এসে জুড়ে বসেছে ফিলিস্তিনের ভুখন্ডে। মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস আজ ইহুদিদেরকব্জায়। এতোদিন সম্পর্ক গোপন থাকলেও এখন প্রকাশ্যেই ইসরাইলি মিত্র এই মুসলিম জাহানের কর্নধার রাষ্ট্রটি। এই বিশ্বাসঘাতক জাতির সাথে মিত্রতা করে অচিরেই একটি সর্বনাশ ডেকে আনছে। যেটার ফলাফল হবে মুসলমান মুসলমানে মারামারি আর ফায়দা লুটবে ইসরাঈল আমেরিকা।
আজকের নিউজে পড়লাম সৌদির সাথে ইসরাঈলের প্রকাশ্যে বন্ধুত্বের খবর
প্রথম আলো