নদী খুবই উদার
তাই তো সে তার নিজ বুকে
পলি মাটিকে জায়গা দেয়।
নদীর ভালোবাসার স্পর্শে
পলিমাটি গুলি আনন্দেই দিন কাটাই।
নদী একটি একটি পলিকনা করতে করতে
অনেক পলিকে তার বুকে স্থান দেয়
এক সময় পলির কারনে নদীর বুক ভরে যায়।
শ্রাবনের বর্ষায় নদী তার বুকে
পানি ধারন করতে পারেনা।
তার উদার ভালোবাসার কারনে প্রানীকুলের ক্ষতি হয়
এটা যদি নদী বুঝত তবে
তার বুকে পলি মাটিকে জায়গা দিত না।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭