আজকাল সব সময় মন খারাপ থাকে।মাঝে-মাঝে মনে হয় মন না থাকলে কতই না ভাল হত।মন খারাপ করা বলে কোন কথা থাকত না।পরক্ষনে মনে হয় মন না থাকলে জীবনে আনন্দ বলেও তো কিছু থাকত না।তার চেয়ে মন থাকুক, সেই মনে দুঃখ থাকুক তার সাথে কিছু সুখও থাকুক প্রগাড়ো আবেশে।
এই যে সব সময় মন কেমন কেমন খারাপ থাকে তার কারন কি সেটা ভেবে দেখেছি অনেক কিন্তু কোন নির্দিষ্ট কারন খুঁজে পায়নি।
তবে আমার কাছে মনে হয় মনকে ভাল রাখতে জীবনে একজন মনের মত জীবন সঙ্গী পাওয়া জরুরী।কিন্তু ইচ্ছে করলেই কি আর মনের মত জীবন সঙ্গী খুঁজে পাওয়া যায়?জীবনে সব হিসাব গুলো শুধু না পাওয়ার সেখানে মনের মত একজন জীবন সঙ্গী পাওয়া কি স্বপ্নের চেয়ে বেশি নয়?
অশান্ত মন নিয়ে বয়ে চলে এই জীবন নদী।
আমি মনে মনে কিছু শব্দ খুঁজি যে সব শব্দ মনকে শান্ত রাখবে।
অজস্র শব্দের মাঝে সেই সব মন শান্ত করা শব্দেরা কোথায় যে হারিয়ে যায়।
মন বড় আজব জিনিস তাকে ভাল রাখা বড়ই কঠিন!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬