সাব্বির ভাই বারডেমে ডায়ালাইসিস শুরু করেছেন এ মাসের প্রথম দিক থেকে। সিরাম ক্রিয়েটিনিন এর মাত্রা (৩৩০০) দেখে ডাক্তাররা প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন এতদিনে ডায়ালাইসিস করাননি বলে। হিমোগ্লোবিন নেমেছে ৩ এ। ডাক্তাররা বলছেন এমন অলৌকিকভাবে বেঁচে থাকা রোগী উনারা কখনো দেখেননি। শরীরে নিজে থেকে রক্ত তৈরি হচ্ছেনা আর। প্রতিমুহূর্তে কিডনি প্রতিস্থাপনের তাগাদা দিচ্ছেন ডাক্তাররা।
সবার সহযোগিতায় আমরা সাবির ভাইয়ের জন্য সাড়ে নয় লাখ টাকার মত যোগাড় করতে পেরেছিলাম। এটুকুর উপরে ভরসা করে তিনি ডায়ালাইসিস শুরু করেছেন। এ পর্যন্ত তিনবার করা হয়েছে। পায়ে একটা অপারেশনও করতে হয়েছে ইনফেকশনের কারণে।
খুবই মানসিক বিপর্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। প্রতিদিন চিকিতসার পেছনে অনেক টাকা যাচ্ছে। এখন প্রতিস্থাপনটাই অনিশ্চিত হয়ে যাবে টাকার আরো সংস্থান না হলে। ফোনে সাব্বির আর উনার স্ত্রীর কান্না শুনে আমার নিজেকে খুব অপরাধী আর অসহায় মনে হচ্ছে। ১৪ তলার ১৪২ নং ওয়ার্ডের ১৪৩০ নং বেডে বয়োবৃদ্ধ বাবা-মা, স্ত্রী আর দু'বছরের কন্যা ভালোবাসার সবটুকু শক্তি দিয়ে সাব্বিরকে মৃত্যুর অশুভ ছায়া থেকে আগলে রাখার চেষ্টা করে যাচ্ছেন।
ডায়ালাইসিসের কারণে সাইড ইফেক্ট হিসাবে ভয়াবহ ডিপ্রেশনে ভুগছেন সাব্বির ভাই। এত কান্না করতে আমি আগে শুনিনি তাঁকে। শারীরিক দিক থেকে একটু ভালো বোধ করলেও পর্বতসমান হতাশা, ক্ষোভ আর মানসিক বিপর্যস্ততা গ্রাস করে ফেলেছে তাঁকে। বারবার সাব্বির ভাই বলছিলেন, "আমার মন পুরো ভেঙ্গে গেছে। হতাশায় আমি শেষ হয়ে যাচ্ছি। আমার কোন আশা নেই, আপা।"
আমি আর উনার সাথে কথা বলতে পারিনি, শক্তি পাইনি। মরণকে শুধুমাত্র জীবনীশক্তি দিয়ে ঠেকিয়ে রাখা কোন মানুষের সাথে কথা বলার মত মানসিক কাঠিন্য আমার নেই। আমি যেটা করতে পারি, আপনাদের কাছে আবারো হাত পাততে পারি। "আপা দেখেন আরো কিছু যোগাড় করতে পারেন কিনা", সাব্বিরের এ আকুতিটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
আপনাদের সুবিধার্থে সাহায্য পাঠানোর বিস্তারিত আবারো দিচ্ছিঃ
সাব্বির রহমান, সঞ্চয়ী হিসাব নং ১১২২১০৮০০১৪৪১৩, প্রাইম ব্যাংক, রাজশাহী।
অস্ট্রেলিয়া থেকে কেউ যদি সরাসরি ব্যাংকে পাঠাতে চান তবে আমার নীচের এই একাউন্টে পাঠাতে পারেনঃ
Commonwealth Bank
A/C Name: Rukhsana Tarannum Tajin
BSB: 062831
A/c No: 10327883
PayPal এর মাধ্যমে অর্থ পাঠাতে অনুগ্রহ করে নীচের লিঙ্কে PayPal বাটনটির সাহায্য নিনঃ
http://donatesabbir.wordpress.com/
সাব্বির ভাইকে নিয়ে মূল পোস্টঃ
Click This Link
আপডেট ৮/৭/২০১১
সাব্বির ভাইকে যে ডোনারের কিডনি দেয়ার কথা ছিলো, তাঁর সাথে তেমন ম্যাচ না হওয়াতে সাব্বির ভাইয়ের মা কিডনি দিচ্ছেন। গত কয়েক সপ্তাহ দু’জনের নানারকম পরীক্ষা নিরীক্ষা করা হয়। ভালো খবর হচ্ছে, এখন পর্যন্ত সব পজিটিভ পাওয়া গেছে। শুধু একটা ব্যাপারে ডাক্তাররা কিঞ্চিত শংকিত। সাব্বির ভাইয়ের হার্ট বড় হয়ে গেছে, পরীক্ষায় এটা ধরা পড়েছে। এ সমস্যাটার ভালো সমাধান পাওয়া গেলে এ মাসের ১৮ তারিখ কিডনি প্রতিস্থাপনের একটা সম্ভাব্যতা আছে।
সবার সহযোগিতায় যে ফান্ড সংগৃহীত হয়েছে তাতে প্রতিস্থাপন পর্যন্ত অর্থের সংকুলান হবে আশা করা যায়। পরবর্তী চিকিতসা এবং ওষুধের জন্য এখন আরো কিছু সংগ্রহ করা প্রয়োজন, তাতে সাব্বির ভাই কিছুটা নিশ্চিন্ত হতে পারবেন। এ পর্যন্ত সবাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য অশেষ কৃতজ্ঞতা।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ১২:৩৭