গ্রুপ মেইলে পাওয়া কোন কৌতুক ব্লগে দেয়া বিপজ্জনক। কিছু সম্ভাব্য মন্তব্য- 'আপা, এটাতো গত শতাব্দীতেই পড়ছি', 'হাসতে পারলামনা বলে খুবই কান্না আসছে', 'নতুন জিনিষ দেন মিয়া'। খুব উঁচুদরের হাস্যরস না থাকলে পাঠকের যে বিরক্তি, তার দায় আমাকেই নিতে হবে। যদি আগে পড়ে থাকেন আর তেমন রসাত্মক কিছু না মনে হয়, তাহলে ভালো লাগবে এই ভেবে যে, আমার মত সস্তা রসবোধে সবাই এখনো জর্জরিত নয়।
কথা হচ্ছে বিদেশী ভাষায় চাকুরিক্ষেত্রে ছুটির আবেদনপত্র নিয়ে। ভুল ব্যাকরণহেতু অর্থের কী করুণ চেহারা দাঁড়ায় তার কিছু নমুনাঃ
১।
"Since I have to go to my village to sell my land along with my wife , please sanction me one-week leave."
জমির সাথে বউরেও বেচবো, ছুটি দেন।
________________________________
২।
From an employee who was performing the "mundan" ceremony of his 10 year old son:
"as I want to shave my son's head , please leave me for two days.."
মস্তিষ্কমুণ্ডন মাথা ছাঁচা নয় তো কী? ঠিক আছে না?
________________________________
৩।
Leave-letter from an employee who was performing his daughter's wedding:
"as I am marrying my daughter , please grant a week's leave.."
মেয়েরে বিয়া? আস্তাগফিরুল্লাহ!
________________________________
৪।
"As my mother-in-law has expired and I am only one responsible for it , please grant me 10 days leave."
শ্বাশুড়ির মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী...
____________________________
৫।
"I am suffering from fever , please declare one-day holiday."
আমার জ্বর হইছে, জাতীয় শোকদিবস ঘোষণা করবার কন।
________________________________
৬।
A leave letter to the headmaster:
"As I am studying in this school I am suffering from headache. I request you to leave me today"
বড়আপা, এই স্কুলে পড়ে আমার মাথা বিগড়াইছে। আজকের মত ছাইড়া দেন।
________________________________
৭।
Covering note:
"I am enclosed herewith..."
নিজেরে জুইড়া দিলাম।
________________________________
৮।
"My wife is suffering from sickness and as I am her only husband at home I may be granted leave".
বিশ্বাস করেন, আমি তার একমাত্র স্বামী।
________________________________
৯।
একজন চাকুরিপ্রার্থীর দরখাস্তঃ
"This has reference to your advertisement calling for a ' Typist and an Accountant - Male or Female'... As I am both , For the past several years and I can handle both with good experience , I am applying for the post.
মারাত্মক অবস্থা!