সেইবার যখন নুরু মারা গেছিল, আমি ভেবেছিলাম
নুরু বোকাসোকা শহীদ।
এইবার যখন আবু সাইদ আমায় বিপদে ফেলে গেল
আমি বুঝলাম, নুরু সত্য শহীদ। বোকা তো তোমরা।
আমায় না বুঝে, না শুনে কেবল আমার নামে আক্ষরিক মালা পড়েছ,
যেমন কাকতাড়ুয়ার মাথায় পড়ানো হয় পাগড়ি।
এইসব সংবিধান কিংবা নগরের দেয়াল ভেঙে জন্ম নেয়া রাজপথের চওড়া বুকে
যতই আঁকো প্রেমের কাব্য
যতই পড়ুক ফুলের সুবাস
যতই করো শহীদি রক্তের চর্চা
কিংবা জ্বালাও মশাল,
জেনে নিও, স্বাধীনতা নহে কোন আক্ষরিক অনুবাদ
কিংবা কেবল সংবিধান সংস্কার।
দানব; সেও তো বুঝে তার অধিকার
তুমি মানুষ হও, তবু মানুষ হও
তারপর স্বাধীনতার কথা কও বাঙালি আমার।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৩২