প্রথমে ই ক্ষমা চেয়ে নিচ্ছি এমন ধরণের শিরোনাম করার জন্য । আমি ও চাইনি কখন ও এমন শিরোনাম করতে । কিন্তু যখন চোখের সামনে দেখি বাংলাদেশের ভবিষ্যৎ বাসের চালকদের নির্মম প্রতিযোগিতার কারণে রাস্তায় পিষ্ঠে যাচ্ছে , তাদের রক্তে রঞ্জিত হচ্ছে রাজপথ , আর সেই বাস চালকদের কিছু ই হচ্ছে না , এক ই ঘটনা বারবার করে ও তারা পার পেয়ে যাচ্ছে ,আর বাংলাদেশের মেধাগুলো , একে একে সবাই চলে যাচ্ছে না ফেরার দেশে , নির্মম মৃত্যু তাদের আলিঙ্গন করে নিচ্ছে নির্মম ভাবে , তখন আর স্বাভাবিক থাকতে পারিনা । নিজের মন কে বোঝাতে পারি না । মৃত্যু সবার ই হবে । আমরা এ দুনিয়ায় কেউ ই চিরস্থায়ী নই । কিন্তু সে মৃত্যু যদি এতটা নির্মম হয় , তখন সত্যি কার ও মন স্থির থাকে না । কারণ যারা চলে যাচ্ছে তারা আমাদের ই কারো বন্ধু , কারো ভাই , কারো বোন । আমরা আমাদের ই স্বজনদের হারাচ্ছি । আমাদের কারো কিছু না ই হোক , তারা আমাদের এক ই দেশের নাগরিক । তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের ই দায়িত্ব । কারণ দেশের যে অবস্থা চোখের সামনে দেখছি হয়তো আমাদের মৃত্যু ও এমনভাবে হতে পারে । এখন ই যদি এইসকল ভেবে না দেখি আমরা হয়তো পরে আর ভেবে দেখার সময় পাবো না । এখন ই সড়কের নিরাপত্তা নিশ্চিতে সরকার কে তৎপর হতে হবে । সাথে সাথে আমাদের ও একটু জেগে ওঠা উচিত । হয়তো আমরা সবাই গাড়ি তে যাতায়াত করি না । আমরা বাসে ও চড়ি । যখন আমাদের সামনে আমাদের বাসের চালক প্রতিযোগিতা করে অন্য বাসের সাথে , আমরা সবাই মিলে যদি প্রতিবাদ করি , সে শুনতে বাধ্য । এক ই সাথে যখন আমাদের বাসের ড্রাইভার বেপরোয়া গতিতে বাস চালায় তখন আমরা সবাই মিলে প্রতিবাদ করি , এভাবে আস্তে আস্তে এসব বন্ধ করা যাবে যদি আমরা একটু সচেতন হই । মনে রাখতে হবে আমরা জনতারা ই কিন্তু এ দেশ স্বাধীন করেছি । তাই আমরা ই পারি এ দেশের সব কিছু ঠিক করতে । আশাবাদ ব্যাক্ত করি আমাদের সরকার ও প্রশাসন সড়ক নিরাপদ করতে আরো সচেষ্ট হবেন ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩০