বাংলাদেশ আজ সড়ক অব্যবস্থাপনায় জর্জরিত এবং আতঙ্কিত । প্রতিদিন আমাদের সড়কে চলছে দুর্ঘটনা । সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ । বেশীরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে গাড়ীর চালকদের চরম অব্যবস্থাপনা আর অদক্ষতার কারণে । যেখানে ড্রাইভারেরা অধিকাংশ অদক্ষ । আমাদের প্রশাসন ও সরকার তাদের দক্ষ করে গড়ে তোলার জন্য কোণ পদক্ষেপ ই গ্রহন করে নি , যাতে তারা সঠিক উপায়ে গাড়ি চালায় । এক ই সাথে আমাদের সড়কে লাইসেন্সবিহিন , ফিটনেস বিহীন গাড়ি চলছে সহজে ই । তাদের আটকাবার জন্য কেউ নেই । ট্রাফিক বিভাগ যদি ও একাজ টি করার কথা কিন্তু ট্রাফিক এর অসাধু ব্যাক্তিদের কারনে তারা এ কাজ করতে ব্যর্থ হয়েছে । সরকার ও এই সড়ক ব্যবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে ।এছাড়া সড়কের বেহাল অবস্থা ও দুর্ঘটনার জন্ম দিচ্ছে প্রতিনিয়ত । যার ফলে সড়কে আমাদের দেশের কৃতি সন্তান তারেক মাসুদ , মিশুক মুনির , আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মের অহংকার যারা হতে পারতো পায়েল , মিমদের সড়কেই দিতে হয়েছে প্রান । আমাদের দেশের সর্বস্তরের মানুষ তাই আজ আতংকিত । এই বেপরোয়া ড্রাইভার ও সড়কের বেহাল অবস্থার কাছে দেশের সাধারন মানুষ আজ অসহায় । এই বিপদজ্জনক পথে ও আশার খবর আমাদের তরুণ প্রজন্ম আমদের অহংকারেরা রাজপথে নেমে চেষ্টা করছে এই সড়কপথে শৃঙ্খলা ফিরিয়ে আনার । যা আমাদের জন্য সত্যি আনন্দের খবর । সাধুবাদ জানাই আমাদের দেশের তারুন্যের অহংকার সেই সকল বীর সন্তানদের যারা জীবনঝুকি নিয়ে সড়ক কে কিছুটা ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার চেষ্টা করছে । সাব্বাশ তারুন্য । তবে হ্যা , সরকার ও প্রশাসন যদি তরুন প্রজন্মের এই চেষ্টা দেখে ও কোন কাজ না করে , তবে আমাদের সেই হতাশ ও আতংকিত অবস্থায় ই দিন কাটাতে হবে । কারন ভুলে গেলে চলবে না যে এই দায়িত্ব জনগনের নয় , এটা সরকার ও প্রশাসনের কাজ । ড্রাইভার প্রশিক্ষণ , তাদের সব যোগ্যতা যাচাই করে লাইসেন্স প্রদান , গাড়ির ফিটনেস চেক করে গাড়ি নামানো , এসব সরকার ও প্রশাসনের নৈতিক দায়িত্ব । আমরা অনেকে ই হয়তো সড়ক পথ ছাড়া অন্য যেসব পথ রয়েছে তাদের অব্যবস্থাপনার কথা ভুলে গিয়েছি । হ্যা । আমাদের সড়ক পথ ছাড়া ও আছে নৌ – পথ ও রেলপথ ও বিমানপথ । যেসবখানে সমান্তালে অব্যবস্থাপনা চলছে । আমাদের নদীগুলো কে আমরা দখল করে আর আবর্জনার ভাগাড় বানিয়ে শেষ করে দিচ্ছি । আর নদীর খালগুলো তো অর্ধেক এর ও বেশী শেষ ই করে দিয়েছি । অথচ আমরা নদীমাত্রিক দেশ । যদি আমাদের নদী আর খালগুলো বেঁচে থাকে তবে পরিবেশ এর পাশাপাশি আমাদের সড়ক পথে জনগনের ভোগান্তি আর দুর্ঘটনা কিছুটা নয় অনেকআংশে কমে যাবে , তবে কথা হলো এই পথ কে সঠিক ব্যবস্থাপনার মাধমে বাঁচিয়ে রাখতে হবে ।লঞ্চ , স্টিমার গুলোকে সঠিক ব্যবস্থাপনায় আনতে হবে । সড়ক , কিংবা নৌ দুই পথে ই রয়েছে চরম অব্যবস্তাপনা । এবার আসি রেলপথে । এটি এখন ও অনেকাংশে নিরাপদ আছে । তবে এইপথে সীমাহীন দুর্নীতি রয়েছে , এছাড়া ব্যবস্থাপনা ও আর ও জোরদার হওয়া দরকার । এখানে জনভোগান্তি কমাতে ট্রেনের টিকিট কালোবাজারি থেকে শুরু করে সমস্ত দুর্নীতি বন্ধ করতে হবে । ট্রেনের সংখা আর ও বাড়াতে হবে । এবং এই বিভাগ কে সঠিক ব্যবস্থাপনায় ও নজরদারিতে আনতে হবে । বিমানপথ ও আমাদের দেশের আরেকটি গুরুত্ব পূর্ণ যাতায়াত পথ । এখানে ও সীমাহীন দুর্নীতি ও দেশের নিজস্ব বিমানের অব্যবস্থ্যাপনা চোখে পড়ার মতো । তবে এখানে আন্তর্জাতিক বিমান তাদের মান ভালো রাখায় ও দেশীয় কিছু বেসরকারি বিমান তাদের মান ধরে রাখায় এখানে যাত্রীরা এখনো নিরাপদে আছে । তবে জাতীয় বিমান ব্যবস্থ্যাপনায় এবং এই বিমানপথ এর ব্যবস্থাপনায় সরকারকে আরো কার্যকরী ভুমিকা রাখতে হবে । পরিশেষে আবার ও বলতে চাই জয় হোক তারুন্যের , শুভবুদ্ধির উদয় হোক সরকার ও প্রশাসনের । বাংলাদেশ এগিয়ে যাক বহুদুর ।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:০০