শিক্ষার মহান প্রতিষ্ঠান আমি,
আমি প্রাচ্যের অক্সফোর্ড,
আমার কাছ থেকে পাশ করেছে,
বহু জ্ঞানী, গুনী,পন্ডিত,রাজনীতিবিদ, আইনবিদ, শিক্ষার মহাগুরু,
তারা আজ সফল, নিজ মহিমায় আলোকিত।
আমি সাক্ষী বহু ঘটনার,
যা আলোড়ন ছড়িয়েছে বিশ্বে,
বহু রক্ত ঝরেছে আমার এ প্রান্তে,
বহু আন্দোলন হয়েছে আমার এ প্রান্তে,
সৃষ্টি হয়েছে ভাষার, সৃষ্টি হয়েছে একটি দেশের,
পেয়েছে মানুষ মাতৃ ভাষা, পেয়েছি মানুষ স্বাধীনতা,
পতন হয়েছে একনায়তন্ত্রের, এসেছে গণতন্ত্র।
শিখিয়েছি আমি, আলোকিত করেছি বিশ্বকে।
মুক্ত করেছি একটি ভাষা, মুক্ত করেছি একটি দেশ।
বুড়ো হয়েছি আমি, কমেনি আমার কদর,
এখনো আমার কাছে আসতে ভিড় জমায় বহু তরুন, তরুনী।
কেউ আস তে পারে, কেউ পারেনা,
কেউ আমাকে পেয়ে হয় আনন্দিত, কেউ না পেয়ে হয় বেদনাহত।
তবে যারা আমাকে পায়, তারা সত্যি ই হয় ভাগ্যবান, শিক্ষা শেষে বেরিয়ে যায় বীরের বেশে।
আমার কৃতিত্ব সেখানে যখন সবাই আমার কাছ থেকে শিখে দেশের জন্য কাজ করে,
আমি আনন্দ পাই তখন যখন সবাই বলে,
ঢাকা বিশ্ববিদ্যালয় আমার গৌরব, আমার অহংকার।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫