স্বাধীনতার ৪৭ বছর পূর্ণ হয়ে ৪৮ এ পা দিল বাংলাদেশ । এই মহান সন্ধিক্ষণে মুক্তিযুদ্ধের বীর শহীদ,বীর মুক্তিযোদ্ধা , শহীদ পরিবার ও মহান মুক্তিযুদ্ধে সাহায্যপ্রদান করা সকলের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা । আজ আমরা স্বাধীন , কিন্তু কতটা স্বাধীন ? তা হয়তো আমাদের নিজেদের ও জানা নেই । কারণ প্রতি পদে পদে আমরা আজ পরাধিনতার স্বীকার হচ্ছি । নিজ দেশে থেকে ও নিজেদের অনেক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি । নিজেদের নিরাপত্তা নিশ্চিত নয় । আমাদের দেশের মা বোনেরা আজ ও লাঞ্ছনার শিকার হচ্ছে নিজ দেশে থেকে ও । নিজ দেশে চাকরি , শিক্ষা সবক্ষেত্রে মেধার চেয়ে টাকা কে প্রাধান্য দেওয়া হচ্ছে । মেধাবীরা অনেক ক্ষেত্রে খারাপ ছাত্র ছাত্রিদের চেয়ে ও পিছিয়ে যাচ্ছে । প্রশ্নপত্র ফাঁস করে খারাপ ছাত্রছাত্রিরা ও ভাল করছে আর মেধাবিদের মেধা থাকা সত্তে ও তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না শুধুমাত্র দেশে অনৈতিকতার ও দুর্নীতির হার বেড়ে যাওয়ার কারনে । রাজনীতি আজ পুরোপুরি দূষিত ও কলুষিত হয়ে গেছে । মুক্তিযোদ্ধারা হচ্ছে আজ রাজাকার অন্যদিকে রাজাকার হচ্ছে মুক্তিযোদ্ধা । দেশের ব্যাঙ্কিং খাত ও আজ বিপর্যস্ত ও হুমকির মুখে । হয়ত এ বাংলাদেশের জন্য আমাদের বীর যোদ্ধারা জীবন বাজি রেখে , জীবন উৎসর্গ করে যুদ্ধ করেননি । দেশ উন্নয়নএর পথে হাঁটছে তবে সঠিকভাবে এগুতে না পারলে দেশ এখানে ই থেমে যাবে অথবা ভঙ্গুরভাবে অগ্রসর হবে যেটা নিঃসন্দেহে দেশের জন্য ক্ষতিকর এবং তা কারো কাম্য নয় । এক ই সাথে আমাদের দেশের মীরজাফরেরা এখনও অনেক শক্তিশালী তাদের সম্পর্কে সাবধান না থাকলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য কঠিন বিপদ অপেক্ষা করছে তা নিঃসন্দেহে বলা যায় । এগিয়ে যাক বাংলাদেশ ।
জয় বাংলা
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৩২