আমি আকাশের কয়েক হাজার তারার একটি । থাকি আমি আকাশে। আকাশ থেকে দেখি পুরো পৃথিবী । আজ বলবো বাংলাদেশ নিয়ে কিছু কথা । দেশটির নাম বাংলাদেশ । ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র । চারদিকে শুধু সবুজ গাছপালা, নদীনালা।নদীতে রয়েছে মৎস্য ভাণ্ডার। মাটির নিচে কয়লা, গ্যাস এর মত মুল্যবান খনিজ সম্পদ । কক্সবাজার সমুদ্রসৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত যা বাংলাদেশে অবস্থিত ।এটি বিশ্বের অন্যতম পর্যটনকেন্দ্র । দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে বেড়াতে আসে । এদেশে আছে বিশ্বের অন্যতম ম্যানগ্রোভে ফরেস্ট সুন্দরবন । ।এটি ও বিশ্বের অন্যতম পর্যটনকেন্দ্র।ইউনেস্কো দ্বারা এ দুটি পর্যটনকেন্দ্র ই স্বীকৃত।আছে অনেক পাহাড় পর্বত । যা এদেশে আগত যে কোন পর্যটক কে মুগ্ধ করবে।
এদেশে এত কিছু থাকতে ও এ দেশ এখন ও অনেকটা অনুন্নত । বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে । যে যুদ্ধে অংশ নিয়েছিল কৃষক , শ্রমিক , কামার, কুমোর,তাতি, জেলে,ছাত্র,শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এদেশ প্রথমে পাকিস্তান নামক একটি দেশ ছিল । পাকিস্তান ছিল উর্দু ভাষার দেশ। ব্রিটিশ নামক ইংরেজ জাতি যখন এ উপমহাদেশ থেকে চলে যায় তখন বাঙ্গালিদের ভারত ও পাকিস্তান নামক দুটি দেশে রেখে যায়। কিন্তু পাকিস্তান এর তৎকালীন সরকার বাঙ্গালিদের উপর আবার নির্যাতন শুরু করে । বাঙ্গালিদের মাতৃভাষা বাংলার পরিবর্তে তাদের ভাষা উর্দু চাপিয়ে দেয়ার চেষ্টা করে । সেই থেকে শুরু বাঙ্গালির প্রতিবাদ । বাংলা এদেশের মাতৃভাষা হয়ে যায় । এরপর শুরু হয় চূড়ান্ত ভাবে পাকিদের তাড়ানোর আন্দোলন। মহান মুক্তিযুদ্ধ।
অবশেষে নয়মাস রক্তক্ষয়ী সংগ্রাম শেষে আসে চূড়ান্ত স্বাধীনতা । আজ স্বাধীনতার ৪৬ বছর চলছে । এদেশ অনেক উন্নত। তবে দুঃখের বিষয় যাদের জন্য উন্নয়ন সেই জনসাধারনের অর্ধেক আজও খেতে পায় না , শিক্ষা, চিকিৎসা , বস্ত্র , বাসস্থান এসব থেকে বঞ্ছিত। সরকার আসে সরকার যায়, কিন্তু তাদের ভাগ্য উন্নয়ন হয় না। ধনিদের ভাগ্য দিনে দিনে বদলাতে থাকে । প্রথমে শত ,এরপর হাজার, এরপর লাখ, এরপর কোটি , এভাবে টাকার পাহাড় গড়ে তোলে তারা । আর গরিবেরা শুধু তাদের চাকর হয়ে না খেয়ে, না পরে, বহু কষ্টে দিন পার করে । সরকার দেশের প্রচুর উন্নয়ন করে । তবে সেই উন্নয়নের ছোঁয়া এই কাঙ্গাল শ্রেণীটির গায়ে লাগে না । তারা কাঙ্গাল ই থেকে যায়। বাংলাদেশে স্বাধীনতা এসেছে , কিন্তু দেশ এখন ও পুরপুরি স্বাধীন হয় নি । এখন ও এ দেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, নিজস্য মতামত প্রকাশ করতে পারে না, নিরাপত্তা পায় না, অন্যদেশ কে এখন ও তোষামোদি করে চলতে হয় ,তাহলে কেন এ স্বাধীনতা ? তা এ দেশের সাধারন মানুষ আজ ও জানেনা। সম্পদ থাকতে ও কেন তারা দরিদ্র এ প্রশ্নের ও কোন উত্তর তাদের কাছে নেই। আকাশ থেকে আমি একটি বিশ্লেষণ করেছি । তা জানতে পারবে তোমরা ও তবে আগে মতামত দাও নিন্ম এর বিষয়ে । কেন বদলাতে পারছে না বাংলাদেশ ?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১