সময়।
সেলুকাস!
কত বদলে দাও তুমি!
সমুদ্রের জলের মতোন,
কোথা থেকে কোথায় নিয়ে যাও তারে।
আকাশচারী শুভ্র হৃদয়ে বাস্তবতার কাদা মাখিয়ে দাও,
বিপ্লবের স্বপ্ন দেখা বালককে প্রতিস্থাপিত করো সমঝে চলা এক তরুণ দিয়ে।
ঋজু আত্মাকে করে দাও পক্ষাঘাতগ্রস্ত,
অন্যায়ের ছোঁয়াচে বা নষ্ট হাওয়া বইয়ে।
'বদলে দিবো' নিজেই বদলে যায় 'মানিয়ে চলতে হবে'র স্রোতে।
সময়,
তোমার বদৌলতে।
সময়
তাকে ফিরিয়ে দাও
হৃদয়ের বিশুদ্ধতার সেই দুর্লভ দিন।
একটা দমকা হাওয়াও বইয়ে দাও সেই সাথে,
অপরিশোধ্য যারা বা যাকিছু, উড়ে যাক দূরে....
ছবি - সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮