ক্লাস টু কিংবা থ্রি থেকে তিন গোয়েন্দা'র মাধ্যমে সেবা প্রকাশনীর সাথে পরিচয়। চোখের বারোটা বাজিয়েছেও এই সেবা-ই, কম্বলের নীচে লুকিয়ে তিন গোয়েন্দা পড়তে পড়তে!
এরপর অয়ন-জিমি, কিশোর ক্লাসিক আর সেবা অনুবাদ ভালোবাসা আরও বাড়িয়েছে।
শুধুমাত্র সেবার বই সরাসরি কেনার জন্য ঢাকায় গিয়েছি, সেবার নিজস্ব বিক্রয়কেন্দ্রে। তবে সেবা প্রকাশনী থেকে অনলাইনে অর্ডার করে সরাসরি বই আনানো এটাই প্রথম। সেবা'র থেকে আসা খাকি রঙ্গা প্যাকেটে তাই একটা ছাপানো বই-ই নয়, বরং নষ্টালজিয়াও মিশে আছে।
আর পি জি ওডহাউজ বরাবরই আমার প্রিয় লেখক। তাঁর বই বাংলায় পড়তে পারার অনুভূতি অতুলনীয়। জীভস সিরিজের এই অনুবাদটি অন্তত বছর দেড়েক আগে বাজারে এসেছে। খুব আগ্রহ নিয়ে পড়বার অপেক্ষা করছিলাম, কিন্তু ইউকে বসে কেনা সম্ভব ছিলোনা।
দেশে এসে রকমারি কিংবা বইবাজার'এ অর্ডার দিয়েও পাচ্ছিলামনা। অবশেষে সেবায় সরাসরি অর্ডার দিয়ে বইটা পেলাম। কুরিয়ার চার্জ আর বখশিশ মিলিয়ে প্রায় ডবল দাম পড়লেও বইটা হাতে পেয়েই আনন্দিত। স্রেফ একটা বই অর্ডার করেও এতো দ্রুতো পেয়ে যাবো আশা করিনি।
সম্পূর্ণ ভিন্ন জনরার দুটি অনুবাদ এক ভলিউমে দেখাটা চোখ এবং মনের জন্য অস্বস্তিদায়ক। তবে, অনুমেয় ভাবেই জীভস'কে নিয়ে লেখা বই, তাও সেবা থেকে এবং ডিউক জনের অনুবাদ - সিঙ্গেল বই অনেক আগেই স্টক আউট।
সেবা প্রকাশনী এবং অনুবাদক ডিউক জন-কে অশেষ ধন্যবাদ এই বইটি প্রকাশের জন্য। আশা রাখি ভবিষ্যতে ওডহাউজের সকল ক্লাসিক রচনা বাংলায় অনুবাদ হবে আর প্রাণের ভাষায় বাংলাদেশের পাঠকেরা রম্যসাহিত্যের শ্রেষ্ঠসম্ভারের রস আস্বাদন করবে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৮