মুখোশ ত পড়েই আছি
আশৈশব মুখোশ পড়ে আছি
কেবল নাক নয়,
মুখোশে ঢেকে রেখেছি আমার চোখ, কান, ঠোঁট, এবং কন্ঠনালী।
শুরু থেকে আজঅবদি পাওয়া বঞ্চনা,অবহেলা
বস্তুগত-অবস্তুগত না পাওয়া
হাসির মুখোশে সব মেনে নিয়েছি।
মুখোশে ঢেকেছি যতো অন্যায্য আচরণ পেয়েছি সমস্ত-ই।
সত্যবচন আড়াল করেছি, আকাঙখা আড়াল করেছি
ভালোবাসা না পাওয়ার হাহাকার আড়াল করেছি
ছোট্ট মুখোশ বিশাল আলখেল্লায় রূপ নিয়েছে।
মুখোশ ত পড়েই আছি।
আমার সমস্ত জীবন, হৃদয়, মুখোশে ঢেকেছি।
ঢাকতে ঢাকতে কি চাই সেটাই হারিয়ে ফেলেছি।
যতোটুকু অকৃত্রিম ভালোবাসা, স্নেহ, নি:স্বার্থভাবে বাড়ানো হাত পেয়েছি,
মুখোশ খুলে অকৃত্রিম কৃতজ্ঞতা জানাতে ব্যর্থ হয়েছি।
কারন জীবন আর মুখোশ এক হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:১১