হয়তো কোথাও,
কোনো এক নিঃস্তব্ধ সৌন্দর্যের মাঝে,
তুমি-আমি দাঁড়িয়ে।
হু হু বাতাসে, ভেজা পাড় শাড়িতে,
শিউরে উঠে তুমি
আরো কাছে এসে দাঁড়াও, আমার
সমুদ্রের ঢেউগুলো বারবার পা ছুঁয়ে যায়,
হেসে উঠো তুমি,
আমার হাতে তোমার হাত।
গাঙচিলেরা উড়তে থাকে,
দূরের পাহাড় ছাড়িয়ে চলে যায় আরও দূরে।
সূর্যের ঠিকরে পড়া আলোয়,
কাঁচের চুড়িগুলো মুক্তো হয়ে উঠে।
চোখ বুঁজে রাখি আমি,
অনুভব করি অনির্বচনীয় প্রশান্তি।
আজ এই বিশালতার মাঝে,
তুমি-আমি এতো কাছাকাছি।
স্বপ্ন এই বেলাভুমিতে আজ সত্য হয়ে নেমে এসেছে।
০৮/২০১১
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৩:৪০