লালবাগ রক্ষায় আপনিও এগিয়ে আসুন...
প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঐতিহ্যবাহী স্থাপনা লালবাগের কেল্লা ভেঙ্গে গাড়ি পাকিং করার জায়গা করছে। যা বিদ্যমান আইন এবং মহামান্য আদালতের নিদেশনার লঙ্ঘন।
আগামীকাল ২৫ জুন ২০১৫ সকাল ১১ টায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সহ বিভিন্ন সামাজিক সংগঠনের একটি প্রতিনিধিদল স্থানটি পরিদশন করতে এবং এধরনের কাজ বন্ধে সরকারের দৃষ্টি অাকষনে পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ যে, ঐতিহাসিক লালবাগ দুর্গ রক্ষায় ২০১১ সালের ২৬ অক্টোবর রায় দেন হাইকোর্ট। ওই রায়ে সংরক্ষিত এলাকা বলে ঘোষিত লালবাগ দুর্গের ভেতরের সীমানায় ও আশপাশের সব দখলদারকে উচ্ছেদ এবং স্থাপিত সব স্থাপনা ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়।
যারা উক্ত পরিদশর্নে যোগদান করতে চান তাদেরকে ০১৫৫২৯৫৫১৪১ এই নাম্বারে যোগাযোগের অনুরোধ জানাচ্ছি