কাকে ধিক্কার দেবো? আমরা নিজেরাইতো সব ভুলে যাই। ভুলে যাওয়ার 'অসুখ' রয়েছে আমাদের। আমরা ৭১ এর ঘাতকদের ভুলে গেছি, আমরা তাদের দালালদের ভুলে গেছি, আমরা ৭৫ এর খুনিদের ভুলে গেছি। ভুলে গেছি বিশ্ববেহায়ার বেহায়পনাকে। আমরা বারবার ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে 'ওরা'ও বার বার জেগে ওঠে, মাথাচারা দিয়ে ওঠে, ওরা যানে, আমাদের শোক, আমাদের ক্ষোভ, আমাদের রাগ... মাত্র দুদিনের। তারপর আমরা আবারো মেতে উঠবো হাসিতে, গল্পে, কবিতায়... প্রেমিকার চুলের দিকে তাকিয়ে আমরা আকাশের মেঘ খুজবো, প্রেমিকার ঠোটে তাকিয়ে আমরা বিশ্ব পেয়ালার রস খুজবো... প্রেমিকার বন্ধনে আমরা ভুলে যাবে নিজেকেই।
আবারো সকাল হলেই তৈরি হয়েই অফিস, কলিগদের সঙ্গে ঠাট্টা তামাশা, কাকে ম্যানেজ করে দুপুরের খাবার হবে সে চিন্তায় নানান ফন্দি... তারপর আবারো বেতনকে হালাল করতে কাজের মধ্যে ডুবে থাকা এবং একসময় ঝুলতে ঝুলতে বাড়ি। এটাই আমাদের রুটিন। সবকিছু ভুলে গিয়ে শুধু আমি, আমি আর আমি......
আর সে সুযোগ নেবে আমাদের রাজনীতিবিদরা। তাদের ইচ্ছেমতো সবকিছুতে থাকবে রঙ। কখনো এভাবে, কখনো ওভাবে। এই আমাদের জীবন। আসলে আমরা কি বেচে আছি, না কিছু লাশ কোনো রকমে হেটে বেরাচ্ছি?? আমাদের অনুভূতিগুলো কবে মরে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনা।
কাকে ধিক্কার দেবো? কাকে বলবো ছি...