বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাকে হয়তো কারোরই মনে নেই।
আমি অ- নে- ক অ- নে- ক দিন পরে ব্লগে এসেছি।
সামনেই পূজোর ছুটি ( স্কুল/ককেজ)।
তাই চিন্তা করেছি এই ছুটিতে ফ্যামিলি নিয়ে ( ছেলে,মেয়ে আর আমরা দুজন) ভারত ভ্রমনে যাবো।
গতকাল ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছি। আগামী ১৮ তারিখ হাতে পাবো ইনশাআল্লাহ।
আমি এর আগে কখনো ভারত যাইনি। তাই কোনো অভিজ্ঞতা নাই।
আমার সম্ভাব্য ঘোরার তালিকায় রয়েছে
১. কোলকাতা
২. দার্জিলিং
৩. আগ্রা
৪.দিল্লী
৫. রাজস্থান
৬. দিঘা
৭. কাশ্মীর
আমার বাজেট ১,৫০,০০০/- (দেড় লক্ষ)
ভিসা খরচ ছাড়া।
আপনারা যদি আপনাদের পরামর্শ জানান, তাহলে আমার ভ্রমন অনেক সহায়ক হবে।
আমি আশা করবো আপনাদের মুল্যবান পরামর্শ আমাকে দেবেন।
সবাই ভালো থাকবেন।
বি:দ্র: আমি রওয়ানা হবো বরিশাল থেকে।