মেয়ে আমার অন্ধ চোখের অন্ধকারে একটা টানা পথ আছে,
সেই পথে উপবেসনরত একটি নদীর মোহনা আছে,
ও পথের ও চিলতে গলি ঘুপচি জুড়ে বেশ্যাদের বসবাস,
ভেবো না, ও আমার দাসী নয়, আমিই বরং তাদের দাস হয়ে বেচে আছি,
ওদের প্রতি ফোঁটা স্তন থেকে ঝরে পড়া রক্ত আমায় মানুষ বানায়,
আহ আআহ সুখ, চোখ দুটো মুটিয়ে আসে, পরম সুখী জানোয়ার।
যেও না, নগুত্তে কামড়। চর্বি গুলো ঝুলে ঝুলে পড়ছে।
বড়ই সৌন্দর্য। বাজারে বাজা, ঢাক বাজা, শাখ বাজা।
__________________________________________
আসো সুখ করি, সুখের গায়ে আগুন জ্বালাই, মিস্টি পারফিউম,
ভিসুভিয়াস থেকে ভেসে আসা প্রেম, তোমার বগলের তলায় লুকিয়েছে,
নেশা, বিড়ি আর গাঞ্জার ভালোবাসা, টেম্পুর আওয়াজ, কারবাইন কান্ড।
বহুদিনের পোষা পোশাক ফাকি দিও না, অভ্যেস গুলো হামা দেয়ার মতো।
নবাবী পাউরুটির সাইজ মেপে একটা ম্যাপ বানিয়েছি তোমার শরীরের,
ঐ চাঁদের গায়ে ঝোল লাগিয়ে খাবো, ঐ দেশের গায়ে মধু মাখিয়ে খাবো,
ওহ প্রতিবাদ করিসনে, গোলাপের কুড়িতে সেই কবে থেকেই কৃষ্ণগহ্বর।
____________________________________________
হারিকেন বাতির তেল হয়েছিলাম একবার,
সেবারই এলাকায় বিদ্যুৎ এলো, আমি হলাম সোডিয়াম ল্যাম্প,
অপার্থিব একটা বন্য পাখি আর একটা সোনার খাঁচা।
জ্বলছে ফুলকড়ি, মৌমাছি আর্তনাদ।