বিদেশে বাঙালীরা কেন যায়? বিদেশে গেলে বিদেশীরা কি অনেক সম্মান করে?
আজ একটা সত্য ঘটনা বলবো। সত্তর দশকের শেষের দিকে বুয়েট থেকে তড়িৎ প্রকৌশলে প্রথম শ্রেণীর দ্বিতীয় হয়ে উচ্চতর ডিগ্রী নেবার জন্য আমেরিকা গিয়েছিলেন আমার পরিচিত একজন। ডিগ্রী নেবার পরে ঐ বিশ্ববিদ্যালয়ে চাকুরী নিয়ে সেখানে থেকে যান। পাঁচ বছর পর তার অনুভূতি আসে, সে কেন এখানে আছে! সেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমেরিকান তার সহকর্মীও একজন শিক্ষক। কিন্তু তাদের এসোসিয়েশনে মিশতে পারে না, আমন্ত্রণ পায় না, বন্ধুত্ব করতে চায় না। তবে কেন সে এখানে পড়ে আছে? অনেক ভেবে সে বুঝতে পারলো, শুধু টাকার জন্যে সে এখানে পড়ে আছে। কারণ তখন বুয়েটে শিক্ষকতা করলে সে যে বেতন পেতো, ওখানে দশগুন বেশী পায় এই কারণে পড়ে থাকা। তখন সে অনুসন্ধান করে দেখে ট্যাক্সি ডাইভাররা তার চেয়েও দশগুণ বেশী উপার্জন করে। তখন সে সিদ্ধান্ত নেয় যেহেতু সে টাকার জন্য সাত সমুদ্র তের নদী পারে পড়ে আছে, সেহেতু সে শিক্ষকতা করে নয়, ট্যাক্সি চালিয়ে টাকা উপার্জন করবে। সে শিক্ষকতা ছেড়ে দিয়ে দশ বছর ট্যাক্সি চালিয়ে কোটি কোটি টাকা উপার্জন করে। দেশে এসে তার শিক্ষার সনদগুলো পুড়িয়ে ফেলে। যদি তার কোন আত্মীয় বিদেশ যেতে চাইতো, ওর বিদেশ যাওয়ার টাকার সাথে সে কিছু টাকা যোগ করে দেশে কিছু একটা কাজে লাগিয়ে দিতো। অতিরিক্ত মদ্যপানের কারণে বছর তিনেক আগে সে মারা গেছে। মদ্যপানের কারণ ছিলো ঐ একটাই.... তার যোগ্যতার মূল্যায়ন করে নি বিদেশীরা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২০