আমাদের সমবায় আইন, প্রয়োগ ও ইতিহাস : ১ম পর্ব
আমাদের সমবায় আইন, প্রয়োগ ও ইতিহাস : ২য়পর্ব (নিবন্ধন ও সদস্য সংগ্রহ)
সমবায় সমিতি নিবন্ধন ধারাবাহিকতা :
# নিজেদের সমস্যা ও উদ্দেশ্য চিহ্নিতকরন ।
# কমপক্ষে ২০ জন সমমনা সদস্য একত্রীকরন।
# নিজেদের মধ্যে যিনি সবচেয়ে দক্ষ ও ভালো সংগঠক তাকে নির্বাচন ।
# এলাকার নেতৃস্হানীয় লোকজনের সহিত মতবিনিময় করা ।
# সমবায় সমিতির শ্রেণী ও উদ্দেশ্য নির্বাচন ।
# আলোচনার মাধ্যমে সমিতির নাম, কর্ম ও সমিতির কর্ম এলাকা নির্ধারন ।
# অনুমোদিত শেয়ার, মূলধন, এবং প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারন ।
# উপ-আইন প্রনয়ন
# ভর্তি ফি , শেয়ার ও সন্চয় আদায়
# হিসাবের খাতাপত্র ও বিভিন্ন রেজিষ্টার সমূহ প্রস্তকরণ ।
# সাংগঠনিক সভা আহব্বান,প্রস্তাবিত আলোচনা সমুহ বিশদ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন ও রেজিষ্টারে
লিখিতভাবে রেজুলেশন লিপিবদ্ধকরণ ।
# ব্যাংক হিসাব খোলার ব্যবস্হা গ্রহন । ***
# নিবন্ধনের জন্য আবেদনপত্র প্রস্ততকরণ ।***
# উপজেলা সমবায় অফিস বা স্হানীয় জেলা সমবায় অফিসে চাহিদা মোতাবেক সকল ডকুমেন্ট জমা প্রদান ।
......................................... :::::: সমবায় সমিতি : বাজার ব্যবস্হাপনা :::::: ...........................
*** সমবায় সমিতি নিবন্ধনে ও ব্যাংকে. আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট ***
১) নির্ধারিত ফরমে আবেদনপত্র সংগ্রহ ও যথাযথভাবে লিখন ।
২) নিবন্ধনের জন্য ফি জমা প্রদান ও চালান কপি সংযোজন ।
৩) সাংগঠনিক সভার রেজুলেশনের সত্যায়িত কপি সংযোজন ।
৪) জমা খরচ হিসাব দাখিল ।
৫) তিন প্রস্হ উপ-আইন সংযোজন ।
৬) আগামী দুই বৎসরের প্রস্তাবিত বাজেটের কপি সংযোজন ।
৭) সরকারী সাহায্য ছাড়া নিজস্ব আয়ে সাংগঠনিক ব্যয় নির্বাহর অঙ্গীকারনামা ।
৮) নাগরিকত্ব ও স্হায়ী ঠিকানার প্রমানপত্র সত্যায়িত কপি সংযোজন ।
৯) আবেদনকারী সকল সদস্যর পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এককপি ।
১০) উপ-আইন মেনে চলার অঙ্গীকারনামা ।
১১) নিবন্ধকের অনুমোদনের জন্য প্রথম ব্যবস্হাপনা কমিটির প্রস্তাবনার সত্যায়িত কপি সংযোজন ।
.................................... :::::: দিল্লীর সমবায় পাবলিক স্কুল :::::: ......................................
তথ্য সূত্র : সমবায় তথ্য বাতায়ন, ঢাকা ।
( লেখাটির সুত্রপাত শ্রদ্বেয় ব্লগার চাঁদগাজী ও অন্যান্য ব্লগার এই বিষয়ে জানতে চাচ্ছেন, তাই কর্তৃপক্ষর নিকট অনুরোধ
যেন অধিক সংখ্যক ব্লগার বিষয়টি প্রথম থেকে পড়তে পারেন এবং বুঝে শুনে অতপর সমবায় ব্যবসা করতে আগ্রহী হবেন। )
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২০ ভোর ৪:১৮