আমাদের দেশে নানান ধরনের ও রং এর অলকানন্দা দেখা যায়। এরা আমাদের দেশীয় ফুল না। তবে বৈজ্ঞানিক নামের প্রথম অংশ 'Allamanda'-র সাথে মিল রেখে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নামকরণ করেন 'অলকনন্দা'।
"রাত্রিজাগর রজনীগন্ধা
করবী রূপসীর অলকানন্দা
গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর -----
অলকানন্দা (হলুদ)
অন্যান্য ও আঞ্চলিক নাম : অলকনন্দা, আলোকনন্দা, ঘণ্টাফুল, ঘণ্টিলতা, হাড়কাকড়া, হলুদ ঘন্টি, সোনালী তুরী, মাইক ফুল।
Common Name : Allamanda Yellow, Yellow Allamanda, Allamanda, Golden Trumpet, Golden Trumpet Vine, Angel's Trumpet, Common Trumpetvine, Buttercup Flower, Yellow Bell
Scientific Name : Allamanda cathartica
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি শুনেছেন? সেই গানে লেখা আছে এই অলকনন্দার কথা।
"সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে
রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;
পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,
এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।"
----- আবদুল গাফফার চৌধুরী -----
খুব সহজেই নজর কাড়ে ওরা। ফুলগুলো দেখতে অনেকটা মাইক বা ঘণ্টার মতো। তবে রূপসী এই সুন্দরীরা গন্ধহীন। অ্যালামন্ডা মূলত বসন্ত ও গ্রীষ্মকালের ফুল। তবে বর্ষার সময়ও ফুটতে দেখা যায়। একবার ফুটলে ফুলটি ধীর্ঘ দিন সতেজ থাকে।
এর আদিভূমি ব্রাজিল। অলকনন্দা অনেকটা লতা জাতীয় গাছ তবে ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।
'অলকনন্দা' শব্দের অর্থ 'স্বর্গের গঙ্গা'। ভারতে এই নামে একটি নদীও আছে। এই নদী নিয়ে "জয় গোস্বামী" লিখেছেন -
"অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে
হৃদি ভেসে গেল অলকানন্দা জলে;
কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলকানন্দা জলে।।"
তথ্য সূত্র : অন্তর্জাল
ছবি ও বর্ণনা : মরুভূমির জলদস্যু
ছবি তোলার স্থান : উত্তর বাড্ডা, ঢাকা, বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ৩০/০৫/২০২০ ইং