সাধারনত ঢাকার ব্যস্ত এলাকায় অফিস সময়ে বাইপাস করে চলাফেরা করি,
আজ আর পারিনি, জরুরী কাজে মতিঝিল যেতে হলো , কাজ
শেষ করে রাস্তায় নেমে দেখি মাত্র ২০ মিনিট সময় আছে অন্য একটা মিটিং ধরতে হবে,
লাভ রোড, তেজগাঁও এখান থেকে কম দুর নয় ।
রাস্তায় প্রচুর জ্যাম, উপরন্ত ট্রাম লাইনের কাজ চলছে । এরুপ অবস্হায় আমি বাইক পসন্দ করি ।
"ওভাই" কল করলাম, ২ মিনিটে আসবে জানাল, কিন্ত খুঁজে আর পাইনা, ৫ থেকে ৬ মিনিট পার হয়ে গেল,
বাইক রাইডারের বর্ননা মতে কোথাও তার চিহ্ন নাই । উপায়ন্ত না দেখে "ওভাই" "ওভাই" করে রাস্তায়
ডাকাডাকি শুরু করলাম, কিছুক্ষন পর দেখি দূর থেকে একজন হাত নেড়ে ডাকছে ।
কাছে গিয়ে আমার চোখ কপালে উঠল, মাথায় পাঠাও এর হেলমেট , বাইক নাম্বার মিলছে না,
রাগত ম্বরে বল্লাম কেন ডাকলেন , আপনি তো "ওভাই" রাইডার না, বল্লাম আপনার "ওভাই" হেলমেট কোথায় ?
ঘুরে চলে আসব এমন সময় বল্ল আপনি তেজগাঁও যাবেন তো ? আপনার নাম ............ !
অবাক হলাম, আবার ভয়ও পেলাম, এপ্স আইডি মিলছে না, নুতন কোন বিপদে পড়ব নাকি ???
সময় দেখলাম, মাত্র ৭ মিনিট আছে মিটিং এর, প্রচন্ড রাগ হলো, বল্লাম এখুনি আপনাকে পুলিশে ধরায়ে দিবো,
আপনি রাইড শেয়ারিং কোন আইনই মানছেন না ।
এবার ব্যাটা নরম হয়ে ক্ষমা চাইল এবং মূল কারন ব্যাখ্যা করল, আমি আরও অবাক, একাই "ওভাই" পাঠাও ;উবার এর
রাইডার। সময় নাই দেখে কোন চিন্তা না করে উঠে বসলাম, চালাও বলে চিন্তায় পড়লাম, এমন তো কোথাও দেখি নাই।
থাইল্যান্ডে দেখেছি সুর্নিদিষ্ট পোষাক আছে এবং স্হান দেখানো আছে, রাস্তার যেখানে সেখানে রাখা চলবে না ।
আমাদের দেশে রাইড শেয়ারিং হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা পায় শুধুমাত্র জানজটে রাস্তার করুন অবস্হার কারনে।
অতি অল্প সময়ে ঢাকার রাস্তার দৃশ্যপট অভাবনীয় ভাবে পাল্টে যায়, প্রায় ১০,০০০ হাজার রাইড শেয়ারিং এখন রাস্তায়।
এখনই সঠিক নীতিমালার আওতায় না আনা হলে, অচিরেই আমাদের সামাজিক জীবন বিপদগ্রস্হ হবে ।
গন্তব্যে আসার পর বল্লাম, দ্রুত আপনি নিয়মের মধ্যে আসুন নইলে আমি ব্যবস্হা নিব । পরে এপসে ঢুকে দেখি কোন
অপশন নেই রাইডারের তাৎক্ষনিক অভিযোগ করার ।
...........................................................................................................................................................
হায় !!! অদ্ভুদ উটের পিঠে চলছে আমার প্রিয় বাংলাদেশ ।
পুনশ্চ : তথ্য গোপনের জন্য ২ বৎসর সাজা সাকিবের আর এই প্রতারনার জন্য কি সাজা হবে রাইডার কোম্পানী ও তার চালকের ???
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১৭