নিরানন্দ খুব আমাদের চেনা,
আজীবন অতিরিক্ত তৃপ্তি আনা-
অবুঝ মনের ঘাড়ে চেপে
গেলাম করে সুখের গোপন সাধনা।
শাস্ত্রজ্ঞরা বলতেন করতে এমন মানা
প্রেমের মনের সাধে যে তবে পড়বে পিছু টানা।
না শুনেও সেই মানা,
হয়নি বিপদ হয়েছে তবুও
স্বেচ্ছাতেই জানাশোনা।
আমাদের গল্প কথা আর বনিবনা ক্লান্ত করে
গিয়েছে সময় তবু বয়ে অনেকটা দূরে,
যেখানে থমকে আছে মন অজানা ব্যথার ডরে।
মায়ের চোখের মতো আমার চোখেও বুঝি তাই
বেদনার অশ্রু ঝরে।
আমাদের ভাবনার বিষয় গোপন বলে,
করি না প্রকাশ কেউ তা সমূলে।
তোমার ভাবনা হয় আমার অবুঝ মন নিয়ে,
আর আমার ভাবনা হয় তোমার অবুঝ মন নিয়ে।
অথচ পারি না মানতে ভুবনে,
একই মন রয়েছে ঢুকে
আমাদের দুজনের প্রাণে।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:০৫