দুর্মর এক জীবন নিয়ে পৃথিবীতে আসা আমার,
কাব্যের কুহেলিকা অথবা ব্যাঙ্গের উপমা
কোনও কিছুই খুজতে চাইনি এই ক্ষণিকের জীবনে।
সুখ কিংবা দুঃখের এই অনিত্য জগতে
আমিই হয়তো সবথেকে কম অসুখী মানুষ
আমার সুখ আছে দুঃখ আছে, ভুলে ভরা-
মিথ্যা একটা শরীর আছে,
পার্থিব যাঁতাকলে পিষ্ট হবার ভয় আছে।
তবু আছে একটা স্বপ্ন হয়তো
রঙ্গিন নয়- সাদাকালো , অনেক দীর্ঘ নয়।
কিংবা নয় নীল সাগর এর ঢেউয়ের মত উত্তাল
অনেক শান্ত, অনেক নির্জন অনেক একলা।।