আমাদের সময় পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান অনেক পারেন!
এদেশে নতুন ধারার সংবাদপত্র নির্মাণকারী (স্বঘোষিত), দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান মিডিয়ায় একজন পরিচিত নাম। দেশের প্রায় সবগুলো টিভি চ্যানেলের বিভিন্ন টক্ শো-তে আমরা তাকে নিয়মিত দেখি, দেশের রাজনৈতিক, আর্থ-সামাজিকসহ বিভিন্ন বিষয়ে আলাপ করতে, মতামত দিতে। তিনি রাজনৈতিক নেতাদের মূল্যবোধ, নেতৃত্বগুণ, তাদের করণীয়- অকরণীয় বিষয়-আশয়, সরকারের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে মতামত দিয়ে থাকেন। আবার মাঝে মাঝে (প্রায় প্রতিদিনই) তার পত্রিকার প্রথম পাতায় সেনা প্রধানের উদ্দেশ্যে কিংবা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে মন্তব্য প্রতিবেদন লিখে বিভিন্ন বিষয়ের সুপারিশ করেন- যার অধিকাংশই তার ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বার্থসংশ্লিষ্ট। আবার মাঝে মধ্যে তিনি বিজ্ঞাপনদাতাদের উদ্দেশ্যে, পাঠকদের উদ্দেশ্যে কান্নাকাটি করেন (পত্রিকায় মন্তব্য প্রতিবেদনের মাধ্যমে) যাতে বিজ্ঞাপনদাতারা একটু সদয় হোন। কখনও কখনও দুর্নীতির দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ নিয়েও লেখেন। এসব প্রতিষ্ঠানের পক্ষ নিয়ে লেখার পেছনেও স্বার্থ হচ্ছে- বিজ্ঞাপন কিংবা পত্রিকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদিত কাগজ সরবরাহের নিশ্চয়তা।
নাঈমুল ইসলাম খান ভালোই পারেন!
বর্তমান সময়ে বাংলাদেশের এতিহ্যবাহী মিডিয়া হাউসগুলোতে অস্থীতিশীলতা চলছে, কর্মীদের নিয়মিত বেতন-ভাতা দিতে পারছে না, তখন নাঈমুল ইসলাম খান একের পর এক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেই যাচ্ছেন।
নাঈমুল ইসলাম খান এত পারেন!
অবশ্য নাঈমুল ইসলাম খান চাইলে আরও পত্রিকা, টিভি চ্যানেল, প্রোডাকশন হাউস খুলতেই পারেন। তার সেই যোগ্যতা আছে। যোগ্যতা আছে কলেজ-ইউনিভার্সিটি পড়ুয়া সুন্দরী মেয়েদের চাকুরী দেয়ার। এবং সেজন্য ঐসব সুন্দরীদের পত্রিকা অফিসে কাজের পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন নেই। এছাড়া কর্মীদের ঠকানো, কম বেতনে সাংবাদিক পালার অনেক অভিজ্ঞতা তার আছে। এমনকি তার প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের টাকা নানা ছুতোয় আত্মসাতের অভিজ্ঞতাও তার আছে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮