সামনের বাঁকটা পেরোলেও
রয়ে যাবে আরেকটা বাঁক , দীর্ঘ পথের ;
এ পথের শুরু হয়েছিল মানচিত্রের একেবারে নৈঋত কোণে ,
সেখানে মাইল পোস্টের মত একটা কনক্রিটের
গা আঁচড়ে লেখা ছিল " নো ম্যানস ল্যান্ড"
কয়েক ক্রোশ পথ পেরিয়ে
মহানিম আর কড়ই এর ছায়ায় বসে
নিকোটিনের পিন্ডি চটকে,দুটো লাঠি বিস্কুট চিবিয়ে,
চিকচিকে বালি আর বাদামী ধুলো মেখে
চলে উদরপূর্তি !
ক্রোশ ক্রোশ পথ ফুরোলে ,
দুটো একটা মরা গাঙের লাশের ব্যবচ্ছেদ শেষে
ছুটে গেছি শেষ বাঁকটা পেরোতে -
বাণিজ্যিক চুক্তি ছাড়াই একটা হৃদয়ের দখল নেব বলে !!
সে পথের টিকি ছুঁলেই একটা নির্মল হৃদয়
সাক্ষাৎ আনন্দময়ীর আগমনের মত
দমকা হাওয়ায় চুল উড়াবে,
হয়ত বা মন পুড়াবে।
জানতে চাইবে না তার জন্য এনেছি কিনা
বসরার সাদা গোলাপ,
লন্ডনের জুতো, অথবা প্যারিসের পারফিউম
না হয় নিদেনপক্ষে একটা নীলা বসানো বাগদানের আংটি !
জানি, এক কনে দেখা আলোয়
হৃদয়ের মালিকানা বদল হবে !
অপেক্ষা শুধু হাতবদলের
বিশুদ্ধ ভালবাসার তৃতীয় পত্র !!
[ বাকি দুইটা পত্রের লিঙ্ক দিলাম, নাইলে সবাই জিগাবে একেবারে তৃতীয় পত্রের নাম রহস্য

ভালবাসার প্রথম পত্র
ভালবাসার দ্বিতীয় পত্র