আজকে দুপুরে চুল কাটাতে যাচ্ছিলাম। হঠাৎ একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দলে দলে মেয়ে হেঁটে হেঁটে আসছে। উজ্জল জরিওয়ালা শাড়ী তাদের পড়নে। ঠোটে গাঢ় লাল লিপিস্টিক। কমদামি গয়না।
পুরো রাস্তা জুড়েই আমি দেখলাম একটা আনন্দ আনন্দ আমেজ। এই মেয়েগুলোর সুখী সুখী লজ্জা লজ্জা মুখ আনন্দ ছড়িয়ে দিয়েছে সবার মধ্যে।
এরা গার্মেন্টসের মেয়ে। আজ সম্ভবতঃ তাদের কোন একটা প্রোগ্রাম ছিল। সবার হাতে একটা করে খাবারের প্যাকেট, কোল্ড ড্রিংকসের ক্যান, কারো কারো হতে বিভিন্ন উপহার ( ওয়াল ক্লক, বেলুন এইসব)।
এরা জানে সবাই তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ বিভিন্ন মন্তব্যও করছে। অন্য সময় হলে হয়ত মন খারাপ করত। কিন্তু আজ কোন কিছুই তাদের স্পর্শ করছে না। আজ এইসব মেয়েরা সবকিছুর উর্ধ্বে।
এই দেশে, যখন গার্মেন্টস শিল্প এইভাবে দাড়িয়ে যায়নি, তখন এইসব মেয়েরা কি করত ? হয়ত এদের কোন কাজ ছিল না। অথবা হয়ত কোন বাসায় কাজ করত। আজকের মত এইরকম একটা গর্ব মেশান সুখের দিন এদের জীবনে হয়ত কখনোই আসত না।
আমর যদি সব মানুষকে এরকম একটা করে কাজ দিতে পারতাম ! সবাইকে যদি সুখী করা যেত। মানুষের সুখী সুখী মুখ দেখতে এত ভালোলাগে !
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৭